তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কটূক্তি করে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি ছাড়ার প্রসঙ্গে সৌমিত্র বলেন, ‘‘হরিদাস ভাইপোকে জুতো মারতে রাজি কিন্তু তার অধীনে রাজনীতি করতে রাজি নই।’’
সম্প্রতি তৃণমূলে ফিরেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। এই আবহে রবিবার রাতে বিষ্ণুপুরের বাহাদুরগঞ্জের নাম না করে অভিষেককে আক্রমণ শানান সৌমিত্র। তাঁর মন্তব্য, ‘‘কোনও দিনও ভাববেন না সৌমিত্র খাঁ অন্য কোনও দলে যাবে। প্রয়োজনে মৃত্যুবরণ করতেও রাজি আছি কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাইপোর কাছে কোনও দিন মাথা নত করব না। হরিদাস ভাইপোকে জুতো মারতে রাজি আছি, কিন্তু তার অধীনে রাজনীতি করতে নয়।’’ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও নিজের বক্তব্যে অনড় সৌমিত্র।
আরও পড়ুন: Weather Today: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু, গরম থেকে রেহাই মিলবে?
সৌমিত্র তোপ দাগেন, “অভিষেক ভাইপো বাংলাকে যেভাবে অশান্ত করছেন, ডায়মন্ড হারবারে হিন্দুদেরকে যেভাবে জ্বালিয়ে দিয়েছিলেন ২ তারিখের পর, সেই হিসেবে বলছি হরিদাস ভাইপোকে জুতো মারতে রাজি আছি। কিন্তু ওর অধীনে পার্টি করতে নয়।”
সৌমিত্র খাঁয়ের এই মন্তব্যের পরই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শাসক শিবির।তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায়ের পাল্টা খোঁচা, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি রাজনীতি শিখে সাংসদ হয়েছেন এবং নাম কুড়িয়েছেন। আজ তৃণমূলে ঢোকার জন্য তিনি হাঁকপাঁক করছেন। এই অবস্থায় খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজর টানতেই এমন কথা বলছেন। কিন্তু দলের নিচুতলার কর্মীরা কোনও ভাবেই চান না সৌমিত্র তৃণমূলে যোগ দেন।’’
আরও পড়ুন: HS Results 2022: ‘পাস না করালে আত্মহত্যার করব’, অবরোধ করে হুমকি অকৃতকার্যদের