সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সূত্রে খবর, ১৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি চার দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে।
বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর পরই অনন্ত মহারাজের রাজনৈতিক অবস্থান নিয়ে শুরু হয়েছে চর্চা। এ বার সেই জল্পনা আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপিএ নেতা অনন্ত মহারাজ। আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি কোচ রাজবংশীয় সেনাপতি চিলা রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রাজবংশী নেতা।
আরও পড়ুন: বার বার বিতর্কিত মন্তব্যর জেরে বিরক্ত দল, শাস্তির মুখে পড়তে পারেন Madan Mitra
উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনের প্রায় ৩০ শতাংশ ভোটারই রাজবংশী সম্প্রদায়ের। একুশের বিধানসভা ভোটের আগে রাজবংশী ভোট নিয়ে তৃণমূল ও বিজেপি-র দড়ি টানাটানি ছিল। সে সময় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করেন রাজবংশী নেতা। তার আগেই অবশ্য অসমে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন অনন্ত মহারাজ। কিন্তু ভোটের ফলপ্রকাশের পর বিজেপি-র সঙ্গে দূরত্ব বাড়াতে দেখা গিয়েছে তাঁক। জল্পনা তৈরি হয় তৃণমূলে যোগ দিতে পারেন তিনি।
নবান্ন সূত্রেই জানা গিয়েছে, ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার বিকেল ৩টের বিমানে শিলিগুড়ি পৌঁছাবেন তিনি। সেখান থেকে উত্তরকন্যায় যাওয়ার সময় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পাশে রাজবংশী নেতা পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে তাঁর মূর্তিতে মাল্যদান করবেন মমতা। তার পর ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার শিলিগুড়ি থেকে কপ্টারে কোচবিহারে যাবেন তিনি। সেখানে সার্কিট হাউসে রাত্রিযাপন করার কথাও রয়েছে তাঁর। এর পর ১৬ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার কোচবিহারে বীর চিলা রায়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তার পর সেখান থেকেই ওই দিনই ফিরে আসবেন শিলিগুড়ির উত্তরকন্যায়। নবান্ন সূত্রে খবর, এর পর ১৭ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে ফিরে আসবেন কলকাতায়।
আরও পড়ুন: Accident: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু এক শিশু সহ দু’জনের