CM Mamata Banerjee inaugurates Dakshineshwar light and sound

দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ স্মরণ, হেলিপ্যাড বানিয়ে দেবে সরকার ঘোষণা Mamata Banerjee-র,

দুই দিনের দিল্লি সফর শেষ করে বৃহস্পতিবার কলকাতায় ফেরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি কলকাতাতে ফিরেই দক্ষিণেশ্বর মন্দিরে যান। সেখানে গিয়ে ‘লাইট অ্যান্ড সাইন্ড প্রকল্প’-এর উদ্বোধন করেন। মমতা বলেন, ‘‘দক্ষিণেশ্বর এবং রানি রাসমণির ইতিহাস এখন আর শুধু বইয়ের পাতাতেই আবদ্ধ থাকবে না। ২৫ মিনিটের এই ভিডিয়োতেই দেখা যাবে যাবতীয় ইতিহাস।’’

এদিন দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই সংশ্লিষ্ট প্রকল্পের উদ্বেধন করে তিনি। একইসঙ্গে দক্ষিণেশ্বরের ইতিহাস নিয়ে একটি বইও তিনি প্রকাশ করেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কালীঘাটে দক্ষিণেশ্বরের মতোই একটি স্কাইওয়াক তৈরি করা হচ্ছে। দক্ষিণেশ্বরে গেস্ট হাউস তৈরির জন্য KMDA আরও ১০ কোটি টাকা দেবে।” এদিন একটি মিউজিয়ামের উদ্বোধন করেন তিনি। মন্দির চত্বরে একটি অতিথিশালা সাজিয়ে দেওয়ার জন্য ১০ কোটি টাকা দেওয়া হবে বলেও জানান মমতা।

আরও পড়ুন: Sukanta Majumdar: জোর করে হাওড়া যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত, উত্তপ্ত বিদ্যাসাগর সেতু

২০১১-য় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন মন্দির-মসজিদ সংস্কারের কাজ করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী সে কথা উল্লেখ করে বলেন, ‘‘প্রত্যেকে প্রত্যেকের ভাগের কাজটি ঠিক মতো করলে, প্রকল্প সফল হয়। তার জ্বলন্ত উদাহরণ দক্ষিণেশ্বরের নবনির্মিত লাইট অ্যান্ড সাউন্ড।’’ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে বর্তমান পরিস্থিতিতে ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রবণতার কথাও। তিনি বলেন, ‘‘ধর্ম নিয়ে উন্মত্ততা সাধারণ মানুষ করে না। আসলে দাঙ্গা করে কিছু লোভী নেতা। যাদের মাথাটা কালো নোংরায় ভর্তি। আমরা তাই বলি, ধর্ম যার যার, উৎসব সবার।’’

এদিন রামকৃষ্ণদেবের বাণীও শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। তিনি বলেন, “রামকৃষ্ণদেব বলে গিয়েছেন, টাকা মাটি মাটি টাকা। কখনও প্রয়োজনের থেকে বেশি চাওয়া ঠিক বিষয় নয়। আজকাল সকলের বেশি বেশি চাই। কী দরকার? প্রয়োজনের অতিরিক্ত টাকা প্রয়োজন নেই। তিনি তা বুঝিয়ে গিয়েছিলেন। আজ আছি কাল নেই যখন তখন পরস্পরের বিরুদ্ধে বিরূপ মন্তব্য কেন করব!”

আরও পড়ুন: Nabanna: বিভ্রান্তিকর তথ্য পরিবেশন, টিভি চ্যানেলগুলোকে নোটিস পাঠাল নবান্ন