cm mamata banerjee will go to birbhums rampurhat on thursday

Rampurhat Clash: ‘আমরা চাই না রক্ত ঝরুক, কেউ ছাড় পাবে না’, বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বীরভূমের রামপুরহাটে (Rampurhat Arson) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার বগটুই গ্রামে যাবেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, বুধবারই তিনি সেখানে যেতেন, কিন্তু এইদিন সেখানে অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা যাওয়ায় তিনি বুধবার যাবেন না। সরাসরি বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তিনি বলেন, “সরকার কখনও চায় না রক্ত ঝরুক। কখনও চাই না কেউ খুন হোক। যারা সরকারে থাকে না তারা চক্রান্ত করে যাতে সরকারের বদনাম হয়। রামপুরহাটের ঘটনা দুর্ভাগ্যজনক। যারা ঘটনা ঘটিয়েছে তারা কেউ ছাড়া পাবে না।”

আগামী বৃহস্পতিবার রামপুরহাট যাওয়ার কথা জানিয়ে মমতা বলেন, “রামপুরহাটে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। যারা ঘটিয়েছে, তারা কেউ ছাড় পাবে না। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কম করে পঞ্চাশ বার রামপুরহাটে ফোন করে খোঁজ নিয়েছি। সঙ্গে সঙ্গে ওসি-কে ক্লোজ করেছি। এসডিপিও-কে সরিয়ে দিয়েছি। আইডি-বিডিআই-কে সরিয়ে দিতে বলেছি। আমরা সিট গঠন করেছি। ডিজি নিজে কাল থেকে ওখানে পড়ে রয়েছেন। আমি সঙ্গে সঙ্গে ফিরহাদ হাকিমকে পাঠিয়েছিলাম। ফিরহাদ, অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়রা ঘটনাস্থলে গিয়েছিল। আগামীকাল আমি নিজেও যাব”।

তিনি আরও বলেন, “ঠিক করেছিলাম আজই যাব। কিন্তু কিছু বিরোধী দল ল্যাংচাতে ল্যাংচাতে সেখানে গেছে। আমি চাই না পা লাগিয়ে ঝগড়া করতে আমি চাই না। ফলে আমি আর আজ আর গেলাম না। যাইহোক, তাঁরা গেছেন তাঁদের ব্যাপার। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। আমি হাথরস, অসমে প্রতিনিধি দল পাঠিয়েছিলাম। ঢুকতে দেওয়া হয়নি। আমাদের এখানে এ সব হয় না। সবাইকে যেতে দিই। এটাই হল সহমর্মিতা”।

রাজ্যপাল জগদীপ ধনখড়কে এ দিন ফের এক বার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। তাঁকে লাট সাহেব সম্বোধন করে মমতা বলেন, “সবসময়ই রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে অভিযোগ করেন। কিন্তু নিজে রোজ ঘুরে বেড়াচ্ছেন দার্জিলিং থেকে জলপাইগুড়ি। আর বলছেন, সবচেয়ে খারাপ বাংলা”। উল্লেখযোগ্য ভাবে বুধবার চিঠিতে রাজ্যের আইন-শৃঙ্খলা থেকে রামপুরহাট-কাণ্ডে সিটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল।