গতি বাড়াল ঘূর্ণিঝড় ‘অশনি’। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর বরাবর এখন সে ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে ধেয়ে আসছে উপকূলের দিকে। মৌসম ভবনের দেওয়া শেষ খবর অনুযায়ী সোমবার সকালে ঝড়টি পুরী থেকে ৭০০ কিলোমিটার দূরে এবং বিশাখাপত্তনম থেকে ৬০০ কিলোমিটার দূরে রয়েছে। আবহবিদদের অনুমান মিললে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই উপকূল সমীপে চলে আসার কথা ‘অশনি’র।
ইতিমধ্যেই কলকাতায় শুরু তুমুল বৃষ্টি। সকালে যদিও রোদের দেখা মিলেছিল। তবে মুহূর্তে তিলোত্তমার আবহাওয়া পরিবর্তন। রবীন্দ্রজয়ন্তীর সকালে বৃষ্টিতে ভোগান্তি কলকাতাবাসীর। আগামী শুক্রবার পর্যন্ত বঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস। এদিকে, ‘অশনি’ (Cyclone Asani) মোকাবিলায় তৎপর প্রশাসন। সোমবার দুপুরে নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব। ঠিক কী কী সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে।
আরও পড়ুন: দুয়ারে Cyclone অশনি! আজও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
‘অশনি’র প্রভাবে আগামী বুধ ও বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ভিজতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিতে ভেজার সম্ভাবনা কলকাতারও।
তবে ‘অশনি’ কোন পথে স্থলভাগে ঢুকবে তা এখনও স্পষ্ট নয়। সোমবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী ঘূর্ণিঝড়ের কেন্দ্র তৈরি হয়নি। ফলে ঘূর্ণিঝড়ের উপকূলের দিকে এগনোর গতিবেগ জানা গেলেও ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্তের গতি কতটা, স্থলভাগে সেটি প্রবেশ করলে কত গতিতে ঝড় হবে তা জানা যায়নি।
আরও পড়ুন: Dona Ganguly: রাষ্ট্রপতি মনোনীত হিসেবে রাজ্যসভায় ডোনা! শাহি নৈশভোজে কি কথা পাকা?