Cyclone Mocha: Route of cyclone to be clear in next two days, says IMD

Cyclone Mocha: আজই নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত, তারপরই জানা যাবে ঘূর্ণিঝড় মোকার অভিমুখ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়নি এখনও। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার। তার পর তা গভীর নিম্নচাপ হয়ে সৃষ্টি করবে ঘূর্ণিঝড় মোকা। তেমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

গতরাতে ঘূর্ণাবর্তের অবস্থান ছিল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে। আজ এই একই স্থানে এই ঘূর্ণাবর্তটি পরিণত হবে নিম্নচাপে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আন্দামান ও নিকোবরে দুর্যোগ নামতে চলেছে। বর্তমানে কলকাতা থেকে ১৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই সিস্টেমটি। এই সপ্তাহেই এটি স্থলভাগে আছড়ে পড়তে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে। ৮ তারিখ সকালের দিকে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। পরে ৯ তারিখ সেটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ পরিণত হতে পারে। ৯ তারিখের পর এই নিম্নচাপ উত্তর দিকে এগোতে থাকবে। তারপর মধ্য বঙ্গোপসাগরের কাছে ১০ তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আরও পড়ুন: Krishna Kalyani: শুভেন্দুর হুমকির পরেই তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানা

নিকোবর দ্বীপপুঞ্জে আজ, ৮ মে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আগামিকাল, ৯ মে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবরে। ১০ ও ১১ মে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই আবহে দ্বীপপুঞ্জে জারি করা হয়েছে সতর্কতা। মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা চোখ রাঙাতে শুরু করলেও আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বরং তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। বাংলার দক্ষিণের জেলাগুলিতে আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দার্জিলিং এবং কালিম্পঙের মতো পাহাড়ঘেঁষা জেলাগুলিতে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি আর কোনও জেলায় বৃষ্টি হবে না। সেখানেও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

আরও পড়ুন: Paschim Medinipur : এক স্ত্রীকে পেতে লড়াইয়ে ২ স্বামী, অবাক কান্ড দাসপুর থানায়