পরকীয়ায় জড়িয়েছেন স্বামী। শিক্ষা দিতে ২ মেয়ে ও জামাইকে সঙ্গে নিয়ে তাঁকে গোপনাঙ্গ কেটে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মুর্শিদাবাদের লালবাগের। নিহত আফিচাঁদ শেখ (৪৯) এর দেহ ও কাটা গোপনাঙ্গ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করেছে স্ত্রী সাবেকুর নাহার, ২ মেয়ে ও জামাইকে।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ভগবানগোলা থানার কুচগিরিয়া স্কুল মোড় এলাকায় এক বছর ৫৭-এর ব্যক্তির রহস্যমৃত্যু হয়। মৃতের নাম আফাজুদ্দিন শেখ। তাঁকে শ্বাসরোধ করে মারার পর যৌনাঙ্গ কেটে নেওয়া হয় বলে অভিযোগ। মৃতের দেহ মেলে বাড়িতেই। ওই ঘটনায় অভিযুক্ত চার জনকে স্থানীয়রা ঘরের মধ্যে আটকে রেখেছিলেন। পরে ভগবানগোলা থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে। ধৃতেরা হলেন সাবেকুর নাহার, যিনি মৃতের স্ত্রী। এ ছাড়া আফাজুদ্দিনের মেয়ে গোলাপী বিবি এবং বীণা বিবিকেও পাকড়াও করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন জামাই মুজিবর শেখও।
আরও পড়ুন: DA Showcause : প্রায় ২৯ হাজার শিক্ষক-শিক্ষিকাকে শোকজ, নজিরবিহীন ঘটনা বাংলায়
প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে স্বামীকে খুন করতে দুই মেয়ে এবং জামাইয়ের সাহায্য নিয়েছিলেন সাবেকুর। বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণেই এই অপরাধের ঘটনা ঘটেছে বলে মনে করছেন তদন্তকারীরা। যদিও খুনের নেপথ্যে আরও কোনও কারণ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার ধৃতদের স্বাস্থ্যপরীক্ষার পর লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: Bankura: নাগরদোলায় চুল আটকে উপড়ে গেল খুলি! গাজন মেলায় মর্মান্তিক ঘটনা