fire breaks at burdwan medical college, one covid patient died

বর্ধমান মেডিক্যাল কলেজে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক রোগীর

শনিবার ভোরে আগুন লাগল বর্ধমান মেডিক্যাল কলেজে। এখানের কোভিড ওয়ার্ডে বড়সড় আগুন লাগে। যার জেরে সেই আগুনের লেলিহান শিখায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক করোনাভাইরাস আক্রান্ত রোগীর। এই ঘটনায় গোটা হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার আগেই ঘটে যায় দুর্ঘটনা।

ঠিক কী ঘটেছে হাসপাতালে?‌ হাসপাতাল সূত্রে খবর, এখানে ভোরবেলায় আগুন দেখতে পান এক কোভিড রোগী। তিনি চিৎকার করে সকলকে খবর দেন। হাসপাতালের কর্মীরা তখন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন। এখানে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সন্ধ্যা মণ্ডল (৬০) অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামে। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন।

আরও পড়ুন: এবার রাজ্যে আসছে ‘‌দুয়ারে মদ’‌ প্রকল্প , বাড়িতেই মিলবে সুরাপানের সুযোগ

নিরাপত্তার গাফিলতির কথা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রবীর সেনগুপ্ত বলেন, ‘‘এই ঘটনা খুবই দুঃখজনক। আগুন লাগার কারণ জানতে খুব শীঘ্রই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’’ অন্য দিকে, মৃতার মেয়ে রানু মণ্ডলের বলেন, ‘‘আমাদের ঢুকতে দিলে মা-কে বাঁচানো যেত।’’

দমকল সূত্রে খবর, শট সার্কিট থেকে আগুন লাগেনি বলেই মনে হচ্ছে। তবে সবটা খতিয়ে দেখতে হবে। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে। কোভিড ওয়ার্ডের বিছানা থেকে দেশলাই এবং লাইটার উদ্ধার হয়েছে। সেখান থেকেও আগুন লাগতে পারে। কিভাবে আগুন লেগেছে?‌ তা খতিয়ে দেখা হচ্ছে। তারপরই গোটা বিষয়টি পরিষ্কার হবে।

আরও পড়ুন: লরির সঙ্গে মদন মিত্রের বাইকের ধাক্কা, বিটি রোডে দুর্ঘটনার কবলে বিধায়ক