fire breaks in a hotel of digha, tourist trying to escape

দিঘার হোটেলে বিধ্বংসী আগুন! প্রাণ বাঁচাতে কার্নিশে ঝাঁপ পর্যটকের, আটকে বহু

নিউ দিঘার একটি হোটেলে বৃহস্পতিবার সকালে আগুন লাগে। প্রাণ ভয়ে একাধিক পর্যটক কার্নিশ থেকে ঝাঁপ দেন। হোটেলের ঘরে বহু পর্যটক আটকে থাকার আশঙ্কা করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

বৃহস্পতিবার বেলা প্রায় ১১টা নাগাদ হোটেলের দোতলায় সিঁড়ির লবি থেকে আগুন এবং কালো ধোঁয়া বেরতে দেখা যায়। তড়িঘড়ি হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন কর্মীরা। দোতলায় থাকা কয়েক জন পর্যটক প্রাণ বাঁচাতে রেলিং টপকে কোনও ক্রমে নীচে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচান।

আরও পড়ুন: মোবাইল-আধার লিংক করলে কিনতেই হবে গঙ্গাজল! ডাকঘরের আজব আবদারে শোরগোল

খবর পেয়ে দিঘা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নেভাতে রামনগর থেকে আসে দমকলের ২টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই হোটেলে ইলেকট্রিকের কাজ চলছিল। সেই সময় শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

দিনে দুপুরে আচমকা অগ্নিকাণ্ডে পর্যটকদের (Big Breaking| Digha Fire) মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দিঘা জুড়ে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে হোটেল চত্বরের আশপাশের এলাকা। পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এই ঘটনায়।  হোটেলে ৪০-৪২ টি রুম রয়েছে। হোটেলে কেউ আটকে নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন: West Bengal Weather: ঢুকছে উত্তুরে হাওয়া; ৭২ ঘণ্টার মধ্যে কড়া ঠান্ডা, তারপর হাড় কাঁপাবে বৃষ্টি