Fire in a residential building in Dunlop, people feared trap

dunlop: বহুতলে আগুন, ফ্ল্যাটে একাধিক মহিলা-শিশুর আটকে থাকার আশঙ্কা

বুধবার তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল ডানলপের বহুতল। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। কারণ এখানে আগুন ছড়িয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। তাতে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। এই বহুতলে অনেকেই আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, এই বহুতলের একটি ফ্ল্যাটে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। তার জেরেই এই অগ্নিকাণ্ড।

ওই বহুতলে অনেকে আটকে রয়েছেন বলেও আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের আশঙ্কা, বেশ কয়েক জন মহিলা এবং শিশু এখনও ওই বহুতলে আটকে আছে। বুধবার সকাল ১১টার কিছু সময় পরে ওই বহুতলে আগুন লাগে। সাড়ে ১১টা নাগাদ দমকলে খবর দেন স্থানীয়রা। তবে এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: I-Phone: আড়ি পাতা এড়াতে শীর্ষ আমলাদের আইফোন ব্যবহারের পরামর্শ মুখ্যমন্ত্রীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুতলের ভিতরে একটি ব্যাঙ্ক এবং একটি রেস্তরাঁ রয়েছে। এমনকি, বেশ কয়েকটি দোকানঘরও রয়েছে নীচের তলায়। বুধবার সকালে বিস্ফোরণের আওয়াজ শুনেই বহুতল থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসেন ভিতরে থাকা মানুষেরা। বহুতল থেকে বাইরে বেরিয়ে আসেন ব্যাঙ্ক কর্মীরাও।

আগুন নেভানোর পাশাপাশি, কী ভাবে এই আগুন লাগল, তা নিয়েও বিস্তারিত তদন্ত শুরু করেছে দমকল।

আরও পড়ুন: ‘‌কলকাতা হাইকোর্টে ভূত রয়েছে’, জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়‌