আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মাঝরাস্তায় তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। ব্যাপক জনরোষের মুখে পড়ে বাধ্য হয়ে ফিরলেন তিনি। গ্রামবাসীদের প্রশ্ন, কেন ঘটনার ৪২ দিন পর গ্রামে গেলেন ফিরহাদ? শেষমেশ জনতাকে শান্ত করে বাড়তি পুলিশি সুরক্ষা দিয়ে মন্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও ফিরহাদ হাকিমের দাবি, যাঁরা বিক্ষোভ দেখিয়েছে, তাঁরা সকলেই বহিরাগত।
কথা ছিল, বিকেলের দিকে আনিসের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন ফিরহাদ ও পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। সেই মতোই আনিসের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন দুই মন্ত্রী। গ্রামে ঢোকার পথেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। ফিরহাদের কনভয়ের সামনে পড়েন এলাকাবাসীরা। তৃণমূল বিরোধী স্লোগান দিতেও শোনা যায় তাঁদের। এক বিক্ষোভকারী বলেন, ‘‘আনিসের মৃত্যুর পর ৪২ দিন কেটে গিয়েছে। এত দিন পর মনে পড়ল? আমরা তো ডাকিনি, কেন এসেছেন?’’
শুক্রবার সকালেই আনিসের বাড়িতে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীরের ডাকা মিছিলে পা-ও মিলিয়েছেন আনিসের বাবা সালেম খান। আনিসের বাবার সঙ্গে দেখা করে প্রকৃত অপরাধীরা কেন এখনও ধরা পড়ল না, তা নিয়ে প্রশ্ন তোলেন কৃষক নেতা তথা সিপিএম পলিটব্যুরো সদস্য হান্নান মোল্লা। এর পরেই ফিরহাদ আনিসের বাড়িতে যেতে উদ্যোগী হলে ওই ঘটনা ঘটে।
গত ফেব্রুয়ারি মাসে আনিসের মৃত্যুতে উত্তাল হয়েছিল রাজ্য। ছাত্রনেতার রহস্য-মৃত্যুর পর রাজ্য জুড়ে আন্দোলন শুরু হলেও বর্তমানে তা কিছুটা ঝিমিয়ে পড়েছে। এরই মধ্যে বাংলায় আলোড়ন ফেলে দিয়েছে রামপুরহাটের হত্যাকাণ্ড। এই পরিস্থিতিতে তাঁদের পরিবারও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন সালেম।