নতুন বছরে গঙ্গাসাগর মেলা (Gangasara Mela 2023) নিয়ে যাবতীয় ব্যবস্থাপনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, ৮-১৭ জানুয়ারি হবে মেলা। এবছর মকর সংক্রান্তি ১৫ জানুয়ারি রবিবার রাত ২টো৫৩ মিনিটে। পুণ্যস্নানের সময় ১৪ জানুয়ারি সন্ধে ৬টা ৫৩ মিনিট থেকে ১৫ জানুয়ারি সন্ধে ৬টা ৫৩ পর্যন্ত।
এবার গঙ্গাসাগর মেলায় তিন দিন বিশেষ আরতি হবে বলে বুধবার প্রস্তুতি (Preparation) বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ১২, ১৩ ও ১৪ জানুয়ারি সন্ধ্যায় ওই আরতি হবে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, এবার সাগর মেলার সময় বাড়ানো হয়েছে। ৮-১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। পুণ্যার্থীদের যাতায়াতের জন্যও বিশেষ ব্যবস্থা করেন তিনি। মমতা বলেন, ‘মেলায় ২২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাস চালু থাকবে। ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ এই সময়ে চলবে। এক টিকিটে গঙ্গাসাগরে যাওয়া-আসা করা যাবে। ১০টি ফায়ার স্টেশন, ২৫টি দমকলের ইঞ্জিন মোতায়েন থাকবে’।
আরও পড়ুন: Sodepur Peerless: মা-বাবাকে ঘরে আটকে আবাসনের ছাদ থেকে ঝাঁপ ইউটিউবারের, গুরুতর আহত কিশোরী
সেই সঙ্গে ১১৫০টি সিসিটিভি ক্যামেরা, ২০টি ড্রোন থাকছে। ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থাকছে।
– ২,১০০ সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে।
– ১০টি অস্থায়ী ফায়ার স্টেশন ও ২৫টি দমকলের ব্যবস্থা থাকবে।
– ভারত সেবাশ্রমের তরফে ৬,৫০০ ভলেন্টিয়ার থাকবে।
– এই সময়ে ৫ লক্ষ টাকা করে দুর্ঘটনার জন্য বিমা (Accidental Insurance) থাকছে।
– সমুদ্র সৈকত পরিষ্কার রাখার জন্য ৩,০০০ কর্মী থাকবেন। ইকো ফ্রেন্ডলি মেলা করার উদ্যোগ।
– ১০, ০০০ এর বেশি শৌচাগার থাকবে। ৭টি সলিড ওয়েস্ট মানাজেনমেন্ট থাকছে। প্লাস্টিক ফ্রি মেলা হবে।
– চিকিৎসার জন্য ৩০০ বেড।
– স্বাস্থ্য-সড়ক পরিষেবা জোরদার করা হচ্ছে। ইন্টেন্সিভ কেয়ার, ফার্স্ট এড, নার্স, চিকিৎসক থাকবে। একটি এয়ার অ্যাম্বুলেন্স, ৪টি ওয়াটার অ্যাম্বুলেন্স ও ১০০টি অ্যাম্বুলেন্স ও পোস্ট মর্টেম ব্যবস্থাও থাকবে ২৪ ঘণ্টার জন্য।
গত দু’বছর করোনার জন্য এই উৎসবে ভাঁটা পড়েছিল। যদিও গত বছরে ভিড় ছিল চোখে পড়ার মতোই। কোভিড বিধি নিষেধকে উপেক্ষা করেই গঙ্গাসাগরে জমায়েত হয়েছিল। তবে এবার প্রশাসনিক বেশ কিছু বিধি ছাড়া কোভিড বিধি আপাতত আরোপ করা হয়নি।
আরও পড়ুন: Smriti Irani: বঙ্গ সফরে এসে ডাল-পোস্তয় মধ্যাহ্নভোজ স্মৃতির, আর কী ছিল মেনুতে?