Garchumuk zoo: another zoo opened in the state,inaugurated by the chief minister from allen park

Garchumuk zoo: রাজ্যে চালু হল আরও একটি চিড়িয়াখানা, অ্যালেন পার্ক থেকে উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বড়দিনের আগে রাজ্যে চালু হল আরও একটি চিড়িয়াখানা। বৃহস্পতিবার অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি নয়া চিড়িয়াখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার গড়চুমুকে উদ্বোধন হল এই চিড়িয়াখানার। মুখ্যমন্ত্রী জানান, “এর ফলে রাজ্যে চিড়িয়াখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ১২টি।”

গড়চুমুক চিড়িয়াখানাটি আগে মিনি জু ছিল। তবে এই চিড়িয়াখানাটিকে মিডিয়াম স্তরে উন্নীত করা হয়েছে। সংস্কারের কাজের জন্য এতদিন এই চিড়িয়াখানাটি বন্ধ ছিল। এই সময়ের মধ্যে চিড়িয়াখানার পরিকাঠামোর উন্নতি ঘটানো হয়েছে। স্থানীয় বিধায়ক তথা পূর্তমন্ত্রী পুলক রায়ের উদ্যোগে বনদফতরের তরফে এই চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রীর বক্তব্য, এই পর্যটন কেন্দ্রে চড়ুইভাতি করতে আসা পর্যটকদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। বৃহস্পতিবার মধ্যে সেখানে সব কাজ শেষ হয়ে যাবে।

গড়চুমুক পর্যটন কেন্দ্রের একটি অংশ রয়েছে দামোদর পারে। অন্য অংশটি হুগলি নদীর পাড়ে অবস্থিত। হাওড়ার দিকের অংশটি একটি বেসরকারি সংস্থাকে লিজে দিয়েছে সরকার। ওই বেসরকারি সংস্থার হাত ধরে এই অংশটি সুন্দরভাবে সেজে উঠেছে। পিকনিকের মরশুমে তা চালু হওয়ায় এখানে পর্যটকদের ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে।

এদিন মুখ্যমন্ত্রী জানান, “দেশের মধ্যে এই মুহূর্তে সেরা চিড়িয়াখানা দার্জিলিং। আমরা বণ্যপ্রাণে আরও জোর দিতে চাইছি। তাই হাওড়ায় এই চিড়িয়াখানার উদ্বোধন করা হল।”

অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বড়দিনের উৎসব উপলক্ষে ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পার্ক স্ট্রিট এলাকাকে আলোয় সাজিয়ে তোলা হয়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, চন্দনগর, ব্যান্ডেল, হাওড়া, ঝাড়গ্রামকেও আলোতে সাজিয়ে তোলা হচ্ছে। উৎসবের মরশুমে সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।”