health depertment assured job for the lady who lost her palm

হাত কেটে নিয়েছে স্বামী! আদৌ সরকারি চাকরিতে যোগ দিতে পারবেন কেতুগ্রামের নার্স?

স্ত্রীর সরকারি চাকরিতে যোগদান রুখতে তাঁর হাত কেটে নিয়েছেন স্বামী। এর পর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে তাঁর যোগ্যতার নথিপত্র নিয়ে পালিয়েছে সে। রবিবার রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের এই ঘটনায় আলোচনার শীর্ষে আক্রান্ত রেণু খাতুন। সঙ্গে প্রশ্ন উঠছে, তবে কি সরকারি চাকরির স্বপ্ন শেষ হয়ে গেল রেণুর? নবান্নের তরফে জানানো হয়েছে, হাত বাদ গেলেও রেণুকে চাকরি দেবে স্বাস্থ্য দফতর। সঙ্গে নজর রাখা হবে তাঁর স্বাস্থ্যের দিকেও।

কেতুগ্রামের (Ketugram) কোজলসা গ্রামে শ্বশুরবাড়ি রেণু খাতুন নামে ওই নার্সের। তাঁর বাপেরবাড়ি কেতুগ্রামের চিনিসপুর গ্রামে। চিনিসপুর গ্রামের বাসিন্দা আজিজুল হকের পাঁচ মেয়ে ও তিন ছেলে। ছোট মেয়ে রেণু। ২০১৭ সালের অক্টোবর মাসে কোজলসা গ্রামের বাসিন্দা সিরাজ শেখের একমাত্র ছেলে শের মহম্মদ শেখ ওরফে শরিফুলের সঙ্গে রেণুর বিয়ে হয়। রেণু নিজে নার্সিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নার্স পদে চাকরি করছিলেন। এরপর সরকারি চাকরিতে পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হন। কয়েকদিন আগেই চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে প্যানেলভুক্ত হয়ে যান। শুধু চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন।

আরও পড়ুন: Dilip Ghosh: মুখ বন্ধ রাখুন! চিঠি পাঠিয়ে দিলীপ ঘোষকে সতর্ক করলেন নাড্ডা

আর তাতে সমস্যা। চাকরি পেলে যদি স্ত্রী দূরে সরিয়ে দেয় সেই আশঙ্কায় ভুগছিল স্বামী শরিফুল। রাত এগারোটা নাগাদ রেণু যখন শুয়ে পড়েছিলেন সে সময় দুই বন্ধুকে সঙ্গে নিয়ে রেণুর ওপর চড়াও হয় ওই যুবক। ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে। রেণুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে হাসপাতালে ভরতি বধূ। সকলের মনে একটাই প্রশ্ন, বর্তমানে একটি হাত নেই তাঁর। তাহলে কি নার্সের চাকরিতে যোগ দিতে পারবেন তিনি? স্বাস্থ্যভবন সূত্রে খবর, মহিলার চাকরি পেতে যাতে কোনও অসুবিধা না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, তরুণী কাজ করতে কতটা সক্ষম তা দেখে নেওয়া হবে।

স্বাস্থ্যভবনের তরফে জানানো হয়েছে, মহিলার যাতে চাকরি পেতে কোনও রকম অসুবিধা না হয়, তা দেখা হবে। ওই নার্সের পাশে দাঁড়িয়েছে নার্স সংগঠনও। এদিকে চাকরি যেন না যায়, সেই আবেদনের পাশাপাশি স্বামীর শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত রেণু।

আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্যের কৃষি, পশু ও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়েরও আচার্য হতে চলেছেন মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত মন্ত্রিসভার