তাঁর কেন্দ্রে ভোট আগামী ২৫ মে। তার আগে অস্বস্তিতে ঘাটালের BJP প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হিরণের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি। ভুয়ো ডিগ্রি নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন হিরণ, এমনই দাবি আপের। যদিও হিরণের দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এমনকী এর পিছনে তৃণমূলের যোগ রয়েছে বলেও দাবি করেছেন BJP-র এই তারকা প্রার্থী।
তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) হিরণের ডক্টরেট ডিগ্রি সম্পর্কে জানতে চেয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। সেই ব্যাপারেই খড়গপুর আইআইটির তরফে তাদের জানানো হয়েছে, হিরণ সেখান থেকে এমন কোনও ডিগ্রি লাভ করেননি, এমনই দাবি করেছে আপ। এমনকী হিরণের প্রার্থীপদ বাতিলেরও দাবি করেছে আম আদমি পার্টি।
২০২১ সালের বিধানসভা ভোটে (Assembly Election 2021) খড়গপুর থেকে জিতে বিধায়ক হন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুরে এখনও রয়েছে বিজেপি বিধায়ক হিরণের পোস্টার। সেখানে তাঁর যোগ্যতা হিসেবে লেখা – ডক্টর। এছাড়া লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Election) মনোনয়ন পেশের সময় হলফনামা দিতে গিয়েও হিরণ তাঁর ডক্টরেট ডিগ্রির কথা উল্লেখ করেছেন। আইআইটি খড়গপুর (IIT Kharagpur) থেকে তিনি ডক্টরেট ডিগ্রি করেছেন বলে উল্লেখ রয়েছে তাতে। কিন্তু একটি RTI-এ জানা গিয়েছে, আইআইটি খড়গপুরের সঙ্গে হিরণের কোনও সম্পর্ক নেই। তিনি গবেষক নন, রিসার্চ ফেলো নন, এমনকী কর্মীও নন।
হিরণ নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন যে তিনি সিএমজে বিশ্ববিদ্যালয় থেকে ২০২১ সালে রুলাল ডেভলপমেন্ট বিভাগে ফিলোজফিতে ডক্টরেট করেছেন। ২০২৩ সালের মে মাস থেকে এখনও আইআইটি খড়গপুরে পোস্ট পিএইচডি করছেন তিনি।তাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন হিরণ নিজে। ঘাটালের BJP প্রার্থী এপ্রসঙ্গে জানিয়েছেন, খড়গপুর আইআইটি থেকে ‘পোস্ট পিএইচডি’ করেছেন। খড়গপুর আইআইটির তরফে আপ-কে কেন এমন তথ্য দেওয়া হল তা নিয়েই পাল্টা প্রশ্ন তুলেছেন হিরণ। এমনকী এর পিছনে তৃণমূলের চক্রান্ত থাকতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। ভোট মিটলেই এব্যাপারে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।