Howrah: Girlfriend detained by Police in Howrah for chopping off genital of Boyfriend

Howrah: আদরের ছলে প্রেমিকের চোখ বেঁধে যৌনাঙ্গ কাটলেন হাওড়ার তরুণী!

প্রেমিকের গোপনাঙ্গ কাটল প্রেমিকা! শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের পার্বতীপুর শেখপাড়ায়। কী কারণে এই আচরণ তা এখনও স্পষ্ট নয়। তবে তরুণীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

স্থানীয় সূত্রে খবর, জখম যুবকের নাম আব্দুর রহমান। অভিযুক্তের নাম সোমাইয়া খাতুন। আব্দুর এবং সোমাইয়ার দীর্ঘ দিনের সম্পর্ক। দুই বাড়িই সম্পর্কের কথা জানত। কিন্তু সম্প্রতি দু’জনের মধ্যে বনিবনা হচ্ছিল না। তার মধ্যেই শুক্রবারের ওই ঘটনা। জানা যাচ্ছে, শুক্রবার রাতে প্রেমিককে নিজের বাড়িতে ডেকে পাঠান ওই তরুণী। সেই মতো হাজিরও হন আব্দুর। দু’জনে বেশ কিছু ক্ষণ কথাবার্তা বলেন। গল্প করতে করতে আব্দুরকে বাড়ির কাছে বাগানে নিয়ে যান সোমাইয়া। সেখানে একটি গাছে প্রেমিকের হাত-পা বাঁধেন। চোখও বেঁধে দেন। তার পর ধারালো অস্ত্র বার করে প্রেমিকের যৌনাঙ্গে কোপ বসান তরুণী।

সুমাইয়াকে আটক করেছে ডোমজুড় থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। পুলিশের প্রাথমিক ধারনা, সুমাইয়া একা নয়, তার সঙ্গে আরও কেউ ছিল। নয়তো ২০ বছরের তরুণীর পক্ষে একা এই কাজ করা সম্ভব নয়। গোপনাঙ্গে আঘাতের কারণ ঘিরেও ধোঁয়াশা রয়েছে।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সোমাইয়া বলেন, প্রেমিক তাঁকে ব্ল্যাকমেল করতেন। তাই তাঁকে শিক্ষা দিতে যৌনাঙ্গ কেটে ফেলেছেন। কী নিয়ে ব্ল্যাকমেল চলত তা জানার চেষ্টা করছে পুলিশ। মনে করা হচ্ছে, জোর করে হাত-পা-চোখ বেঁধে দেওয়া তো অত সহজ না, সম্ভবত আদরের বাহানা করেই এই কাণ্ড ঘটানো হয়েছে।