in a few minutes storm, house collapsed on Tufanganj, death occurred

কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড তুফানগঞ্জ, নববর্ষে ভাঙল বাড়ি, ঘটল প্রাণহানি

মুহূর্তের ঝড়ে লণ্ডভণ্ড কোচবিহারের তুফানগঞ্জের ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রমপাড়া। শতাধিক বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা গ্রাম প্রায় তছনছ হয়ে গেল ১০ মিনিটের ঝড়ে। এমনকী তাতে প্রাণ হারিয়েছেন এক মহিলা বলে খবর। নববর্ষে ঘরবাড়ি হারালেন একাধিক গ্রামবাসী। গাছপালা ভেঙে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন রাত ৯টা। কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর এক নম্বর গ্রামপঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রম পাড়ায় শুরু হয় বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে থাকে। প্রায় ১০ মিনিট একই আবহাওয়া জারি থাকে। আর তার জেরে প্রায় লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা। একের পর এক বাড়ির টিনের চাল উড়ে যায়। আবার কোনও কোনও বাড়ি একেবারেই নিশ্চিহ্ন হয়ে যায়। এভাবে কমপক্ষে একশোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: Magrahat Murder Case: দক্ষিণ কলকাতা থেকে পাকড়াও মগরাহাট জোড়া খুনে মূল অভিযুক্ত

একাধিক গাছ রাস্তার উপর উপড়ে গিয়েছে। আপাতত আলিপুরদুয়ারের বারোবিশা-কোচবিহারের রামপুর রাজ্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বন্ধ যানচলাচল। ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পর থেকেই তৎপর প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু উদ্ধারকাজ। ঘটনাস্থলে যান দমকল কর্মীরা। ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছেন তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও প্রসেনজিৎ কুণ্ডু-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

জানা গিয়েছে, এই ঝড়ের তাণ্ডবলীলায় এক ব্যক্তিরও মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। এই আহতদের আলিপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক গাছ রাস্তার উপর উপড়ে গিয়ে গোটা এলাকা অন্ধকারে ডুবেছে। এমনকী আলিপুরদুয়ারের বারোবিশা–কোচবিহারের রামপুর রাজ্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন: কাকপক্ষী টের পাওয়ার আগেই বেসরকারিকরণ সিমলাগড় স্টেশনের! সমস্যায় নিত্যযাত্রীরা