রাতটা কাটলেই জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠবে মানুষজন। এদিন অনেকেই চন্দননগরে ঠাকুর দেখতে যাবেন। আবার সারাদিন ঘুরে অনেকে রাতে ফিরতে চান। যাতায়াতের ক্ষেত্রে ট্রেন থাকলেও দর্শনার্থীদের কথা মাথায় রেখে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে চালানো হচ্ছে একগুচ্ছ স্পেশাল ট্রেন।
আগামীকাল, রবিবার ষষ্ঠী। তারপরের দিন সোমবার সপ্তমী। এই দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া–ব্যান্ডেল লাইনে মোট দশটি স্পেশাল ট্রেন চালানো হবে বলে খবর। তার মধ্যে পাঁচটি আপ এবং পাঁচটি ডাউন। তারপরও রয়েছে হাওড়া–বর্ধমান লাইনে এক জোড়া স্পেশাল ট্রেন।
সোম থেকে বৃহস্পতিবার অর্থাৎ ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত বিকেল ও রাতে হাওড়া-ব্যান্ডেল শাখায় বাড়তি ট্রেন চালানো হবে। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া থেকে ব্যান্ডেলগামী স্পেশাল ট্রেন ছাড়ার সময় –
বিকেল ৫.২০, সন্ধে ৭.৫৫, রাত ১১.৩০ এবং রাত ১২.৩০এ।
অন্যদিকে, ব্যান্ডেল থেকে হাওড়াগামী স্পেশাল ট্রেন ছাড়বে –
সন্ধে ৬.৩৫, রাত ৯.২০, রাত ১ এবং রাত ২টোয়।
এর পাশাপাশি হাওড়া থেকে বর্ধমানগামী স্পেশাল ট্রেন ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে। বর্ধমান থেকে হাওড়াগামী স্পেশাল লোকাল ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। ফলে চন্দননগরের আলোকসজ্জা দেখে বাড়ি ফেরার চিন্তা আর করতে হবে না দর্শনার্থীদের।