Joynagar Incident: Gas balloon cylinder blasts in Jaynagar amid fucntion

Joynagar Incident: জয়নগরে গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণ, প্রাণ গেল ৪ জনের

অনুষ্ঠান চলাকালীন গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণ। তাতেই প্রাণ গেল গ্যাস বেলুন বিক্রেতা-সহ চারজনের। জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। তাঁরা প্রত্যেকেই নিমপীর হাসপাতালে ভরতি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাটরা গ্রামের ঘটনায় নেমেছে শোকের ছায়া। কীভাবে দুর্ঘটনা ঘটল, পুলিশ তার তদন্ত শুরু করেছে৷

জয়নগরের রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামের ঘটনা। রবিবার সন্ধ্যায় সেখানে জমজমাট অনুষ্ঠানের আসর বসেছিল। অনুষ্ঠান উপলক্ষে রাস্তার ধারে বসেছিল মেলা। মেলায় অনেক রকম দোকানে বিকিকিনি চলছিল। গ্যাস বেলুন বিক্রেতাও অনুষ্ঠানের আমেজে বেলুন নিয়ে বসেছিলেন রাস্তার ধারে। এলাকায় বেশ ভিড় ছিল। সারি সারি দোকানের সামনে কেনাকাটার জন্য জড়ো হয়েছিলেন অনেকে।

আরও পড়ুন: West Bengal Weather: ফিরছে শীত, ২৪ ঘণ্টায় আবহাওয়ার আমূল বদল

রাত ১০টার ১০ মিনিট নাগাদ হঠাৎ ওই রাস্তায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। দুর্ঘটনায় গ্যাস বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম মুচিরাম মণ্ডল (৩৫)। এ ছাড়া, বিস্ফোরণে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কুতুবউদ্দিন মিস্ত্রি (৩৫), শাহিন মোল্লা (১৩) এবং আবির গাজি (৮)।

গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায়। কাছেই বকুলতলা থানার পুলিশকর্মীরাও সেখানে পৌঁছন। আহতদের উদ্ধার করে বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান, মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: Howrah Bardhaman Train: হাওড়া-বর্ধমান রুটে 150 ট্রেন বাতিল আজ