Left Front: In the first phase, Left Front announced candidates for 16 seats

Left Front: যাদবপুরে সৃজন, দমদমে সুজন, বামেদের প্রথম তালিকায় তারুণ্যে জোর

অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বামফ্রন্ট। বৃহস্পতিবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট, কৃষ্ণনগর, দমদম, যাদবপুর, বাঁকুড়া, বর্ধমান পূর্ব, আসানসোল, কলকাতা দক্ষিণ, হাওড়া সদর, হুগলি, শ্রীরামপুর আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে সিপিএমের ১৩টি আসন ও শরিকদের ৩টি।

একনজরে দেখে নিন প্রার্থীতালিকা।

কোচবিহার: নীতীশচন্দ্র রায়  (ফরওয়ার্ড ব্লক)
জলপাইগুড়ি: দেবরাজ বর্মন (সিপিএম)
বালুরঘাট: জয়দেব সিদ্ধান্ত (আরএসপি)
কৃষ্ণনগর: এস এম শাদি (সিপিএম)
দমদম: সুজন চক্রবর্তী (সিপিএম)
যাদবপুর: সৃজন ভট্টাচার্য (সিপিএম)
কলকাতা দক্ষিণ: সায়েরা শাহ হালিম (সিপিএম)
হাওড়া: সব্যসাচী চট্টোপাধ্যায় (সিপিএম)
শ্রীরামপুর: দীপ্সিতা ধর (সিপিএম)
হুগলি: মনোজিৎ ঘোষ (সিপিএম)
তমলুক: সায়ন বন্দ্যোপাধ্যায় (সিপিএম)
মেদিনীপুর: বিপ্লব ভট্ট (সিপিআই)
বাঁকুড়া: নীলাঞ্জন দাশগুপ্ত (সিপিএম)
বিষ্ণুপুর: শীতল কৈবর্ত (সিপিএম)
বর্ধমান পূর্ব: নীরব খান (সিপিএম)
আসানসোল: জাহানারা খান (সিপিএম)

জোট জল্পনা জিইয়ে রেখে বিমান বসু এদিন বলেন, “বামফ্রন্টের শরিকদলগুলি ছাড়া অন্য কারও সঙ্গে কোনওদিনই জোট ছিল না। ভোটে লড়ার জন্য আসন সমঝোতা হয়েছিল। এবারেও হতে পারে।”

সিপিএমের সঙ্গে কথা চলাকালীনই বৃহস্পতিবার আইএসএফ ঘোষণা করে দিয়েছে, তারা আটটি আসনে লড়বে। তার মধ্যে রয়েছে সিপিএমের প্রার্থী দেওয়া যাদবপুরও। তবে আইএসএফ শর্ত দিয়েছে, যাদবপুরে যদি আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে সিপিএম প্রার্থী করে, তা হলে তারা দাবি থেকে সরে আসবে। বিমান অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন আইএসএফের ঘোষণার দায় তাঁরা নেবেন না। আর যাদবপুরে লড়বেন সৃজনই। পাশাপাশিই, কংগ্রেসের সঙ্গে আলোচনার বিষয়টি জিইয়ে রেখেছেন বিমান। বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়েছেন, মহম্মদ সেলিম কথা বলছেন। তা এখনও চূড়ান্ত জায়গায় যায়নি। শনিবার ফের বামফ্রন্টের বৈঠক হবে বলে জানিয়েছেন বিমান।