১৮ তম লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। আজ থেকে জারি নির্বাচনী আচরণ বিধি। বাংলায় সাত দফায় নির্বাচন। একনজরে দেখে নিন বাংলার কোন লোকসভা কেন্দ্রে (West Bengal Lok Sabha Election 2024) কবে ভোট।
বাংলায় কত দফায় নির্বাচন? দেখে নেওয়া যাক এক নজরে
দফা | কেন্দ্র | তারিখ |
প্রথম দফা | কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি | ১৯ এপ্রিল |
দ্বিতীয় দফা | রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং | ২৬ এপ্রিল |
তৃতীয় দফা | মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, | ৭ মে |
চতুর্থ দফা | কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুর | ১৩ মে |
পঞ্চম দফা | শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগ | ২০ মে |
ষষ্ঠ দফা | পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুর | ২৫ মে |
সপ্তম দফা | উত্তর ও দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম , বারাসত, বসিরহাট, যাদবপুর,জয়নগর | ১ জুন |
গণনা | ৪ জুন |
নির্বাচন কমিশন ভোটের এই নির্ঘণ্ট শনিবার ঘোষণা করার পরেই ক্ষুব্ধ তৃণমূল। বাংলার শাসকদলের অভিযোগ, প্রতি বারের মতো এ বারও বাংলায় সাত দফায় ভোট ঘোষণা করা হল। যেখানে দেশের অনেক বড় বড় রাজ্যে ভোট হবে এক কিংবা দু’দফায়!
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘আমরা বার বার বলেছিলাম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নির্বাচন একটি বা দু’টি দফায় হোক। কিন্তু দেখলাম আগের মতোই ৭ দফায় নির্বাচন ঘোষণা করা হল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। যেখানে দেশেরই অনেক বড় বড় রাজ্যে এক বা দু’দফায় ভোট মিটিয়ে দেওয়া হয়েছে।’’