lots of Galda Prawn found in Sheoraphuli ghat in Hooghly

দুয়ারে গলদা! শেওড়াফুলি ঘাটে ঝাঁকে ঝাঁকে ভেসে এল গলদা চিংড়ি

গঙ্গার জলে ঝাঁকে ঝাঁকে ভেসে আসছে গলদা চিংড়ি। শনিবার সন্ধ্যায় হুগলির শেওড়া ফুলি ফেরিঘাট সংলগ্ন এলাকায় এমনই দৃশ্য দেখা গেল। আদিঘাট, কালিবাড়ির ঘাট সহ আরও বেশ কয়েকটি ঘাটে প্রচুর পরিমাণে গলদা চিংড়ি দেখা যায়। কেউ কেউ জলে নেমে চিংড়ি ধরে বাড়ি নিয়ে গিয়েছে।

বাঙালি মাত্রই মাছ প্রিয় একথা সকলেরই জানা। ঘটি হোক বা বাঙাল কম-বেশি সকলেই চিংড়ি মাছ খান। পেটপুজোর এহেন উপকরণ দেখে ওইদিন ঘাটে ভিড় জমান প্রচুর মানুষ। শেওড়াফুলি এবং তার আশেপাশের ঘাটে নানা ধরনের মাছ দেখা যায়। কখনও কচ্ছপও দেখা গিয়েছে। কিন্তু এইভাবে গলদা চিংড়ি এর আগে দেখা যায়নি।

আরও পড়ুন: Rabindra Bharati: পিঠে-বুকে লেখা অশ্লীল শব্দের জের? রবীন্দ্রভারতীতে এবছরও হবে না বসন্ত উৎসব

এত চিংড়ি গঙ্গা ঘাটে এল কেমন করে তা নিয়ে অবশ্য নিশ্চিত কোনও উত্তর নেই। তবে মনে করা হচ্ছে, ওই এলাকা দিয়ে কোনও মাছ বোঝাই লঞ্চ যাওয়ার সময় হয়তো গলদা চিংড়িগুলি জলে পড়ে যায়। সেগুলিই জোয়ারের জলে ভেসে এসেছিল ঘাটে।

আর তা ধরতেই হুড়োহুড়ি শুরু করলেন এলাকাবাসী। কেউ পলিথিনের প্যাকেটে, কেউ ব‍্যাগে, কেউ আবার বস্তা নিয়ে এসে তার মধ্যে ভর্তি করলেন গলদা চিংড়ি। ছোট নয়, বেশ বড়  আকারের চিংড়ি গুলি ছিল। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ‍্যা নামলেও গঙ্গার ঘাটে-ঘাটে হঠাৎ ভিড় জমে উঠল ঠিক এইভাবে। কেউ হাঁটু জলে নেমে পড়েছেন, কেউ আবার খালি গায়ে কোমর পর্যন্ত ডুবিয়ে হাতড়ে বেড়াচ্ছেন জলের নীচে। চিংড়ি ধরতে এভাবেই কসরত করলেন এলাকাবাসী।

আরও পড়ুন: AAP: পঞ্জাবের জয়কে সামনে রেখে ঝাঁপাচ্ছে আপ, আজ ‘পদার্পণ যাত্রা’