আশা জাগাচ্ছে নিম্নচাপ। শনিবারই বঙ্গোপসাগরে পুরোপুরিভাবে তৈরি হয়ে যাচ্ছে ওই নিম্নচাপ। রবিবার তা আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। নিম্নচাপের হাত ধরেই রবিবার ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে রবিবার ভারী বৃষ্টি হতে পারে রাজ্যে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে আগামিকাল। তার প্রভাবেই আবহাওয়ার পরিবর্তন উত্তর ও দক্ষিণবঙ্গে। আজ শুক্রবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তবে কাল থেকেই আবহাওয়া আরও বদলাবে। রবিবার বৃষ্টি বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় কিছুটা বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি কিছুটা বাড়তে থাকবে। আগামিকালও আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। মূলত, গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। তবে দু-একশা পশলা বৃষ্টির পরই ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা হচ্ছে মানুষের। ঝমঝমিয়ে, টানা স্বস্তির বৃষ্টির অপেক্ষায় সকলেই। এরই মাঝে নিম্নচাপের খবর দিল আবহাওয়া দফতর।
আরও পড়ুন: Thunderstorm Alert: ফুঁসছে নিম্নচাপ! ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বইবে ঝোড়ো হাওয়াও
চলতি বর্ষায় গোটা রাজ্যেই বৃষ্টির ঘাটতি রয়েছে। এবার নিম্নচাপের হাত ধরে সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা। তবে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার একাংশে।
উল্টোদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও।
আরও পড়ুন: Partha Chatterjee:’অনুব্রত কি এই জেলেই আসবে’? কেষ্টর গ্রেফতারির খবর পেয়ে প্রশ্ন পার্থর