Low pressure is forming again in the Bay of Bengal, more disasters are waited

Weather Update: বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, কপালে রয়েছে আরও দুর্যোগ

নিম্নচাপ কেটেও কাটেনি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের অক্ষরেখা এমন ভাবে ছড়িয়ে রয়েছে যে তার প্রভাবে বুধবারও চলবে বৃষ্টি। পুজোর বাজারের চিন্তা বাড়িয়ে হাওয়া অফিসের ঘোষণা, বুধবারও ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। শুধু তা-ই নয়, বজ্রবিদ্যুৎ-সহ এই বৃষ্টি হবে বুধবার দফায় দফায়। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও চার জেলায় দিনভর ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

তারমধ্যে অস্বস্তি আরও বাড়াচ্ছে বঙ্গোপসাগরে নতুনভাবে তৈরি হতে চলা নিম্নচাপ৷ফলে  এখনই বৃষ্টি ও দুর্যোগের হাত থেকে নিষ্কৃতি নেই৷ এমনই জানিয়েছে আবহাওয়া অফিস৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবারও দিনের বেশিরভাগ সময় জুড়ে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই চলবে বৃষ্টি৷

আরও পড়ুন: Tapas Roy: ‘এখন কোনও অধ্যক্ষ ছাত্রনেতাকে চড় মারলে বাড়ি ফিরতে পারবেন?’, তাপস রায়ের মন্তব্যে ফের বিতর্ক

বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, আগামী সপ্তাহে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। যা মঙ্গলবার নিম্নচাপে পরিণত হতে পারে। ওড়িশা উপকূল দিয়ে নিম্নচাপটি ভূভাগে প্রবেশ করতে পারে। তবে সেই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তা নির্ভর করছে বর্তমান নিম্নচাপের গতিবিধির ওপর।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৮৪ শতাংশ৷ ফলে ফিল লাইক তাপমাত্রা  অনুভূত হতে পারে  ৩৪ ডিগ্রি সেলসিয়াস অবধি৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি আজও কলকাতায় দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে৷ বেলা বাড়লেই বৃষ্টিপাতের সম্ভবনাও উজ্জ্বল৷ বিকেলের দিকে বৃষ্টির চান্স ৭৫ শতাংশ অবধি রয়েছে৷

আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমি হেরে যাওয়ার পর রি কাউন্টিং চেয়েছিলিস?’ মমতার রোষে শেখ সুফিয়ান