অনলাইনে লুডো খেলতে গিয়ে পরিচয়। সেখান থেকে ফোন নম্বরের আদান প্রদানের দৌলতে মন দেওয়া নেওয়া। ঘনিষ্ঠতা গড়িয়েছিল শারীরিক সম্পর্কেও৷ এমনকী প্রেমিকাকে পেতে স্ত্রীকে ডিভোর্সও দিয়েছিলেন প্রেমিক। তবু প্রেমিকার পরিবর্তে প্রেমিকের ঠাঁই হয়েছে শ্রীঘরে! কারণ, প্রেমিকের বিরুদ্ধে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছেন প্রেমিকা।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন আগে অনলাইনে লুডো গেম খেলতে গিয়ে পটাশপুরের এক বিবাহবিচ্ছিন্না মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন মহিষাদল থানার মলুবসান গ্রামের বিবাহিত যুবক স্বরূপ ঘণ্টি। এই ঘটনার জেরে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় ওই যুবকের। পরে প্রেমিকাও গোপনে অন্যত্র বিয়ে করে নেন।
আরও পড়ুন: Anubrata Mondal: গরু পাচার মামলায় প্রথম জামিন, ছাড়া পেলেন অনুব্রতর হিসেবরক্ষক মণীশ কোঠারি
যুবক তাঁর সঙ্গে যোগাযোগ করার একাধিক চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও ভাবেই প্রাক্তন প্রেমিকার ঠিকানা জানতে পারেননি। অভিযোগ, এর পরেই কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেন স্বরূপ। তা জানাজানি হতেই মহিলার বাড়িতে দাম্পত্য কলহ শুরু হয়। এর পর মহিলার মা পটাশপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই যুবককে মহিষাদলের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাঁকে কাঁথি মহকুমা আদালতে হাজির করানো হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশের তরফে গোটা বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Club Fund: সঠিক হিসাব দিতে ব্যর্থ, ক্লাবগুলিকে আর্থিক অনুদান বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকারের