Malda love affairs: groom left home with would be mother in law in malda

Malda love affairs: মেয়েকে দেখতে এসে মাকে পছন্দ! রাতেই ঘর ছাড়লেন ২ জন

নিজের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন যুবক। কিন্তু, পাত্রী দেখতে গিয়ে হবু শাশুড়িকেই পছন্দ করে ফেললেন পাত্র। আর উলটো দিক থেকে হবু শাশুড়িও যুবককে মন দিয়ে ফেললেন। তারপরেই পাত্রের সঙ্গে পালিয়ে গেলেন হবু শাশুড়ি। এমন ঘটনা প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে।

মালদহের গাজোল থানার করকচ পঞ্চায়েতের ইচাহার গ্রামের বাসিন্দা এক তরুণীকে বিয়ের জন্য দেখতে এসেছিলেন যুবক। দেখাশোনার সময় মেয়ের পাশেই বসেছিল মা। তাতেই সমস্যা, মেয়ের বদলে মাকে পছন্দ হয়ে যায় যুবকের। তখনকার মত কথাবার্তা শেষ হয়ে যায়। কিন্তু বেশিক্ষণ সবুর করতে পারেননি তাঁরা। রাতেই মেয়ের মাকে নিয়ে উধাও হয়ে যান হবু জামাই। এদিকে স্ত্রীকে খুঁজতে শুরু করেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হয়। অবশেষে আসল রহস্য জানতে পারেন তাঁরা। সোমবার গাজোল থানায় অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: West Bengal BJP : ৭৫ শতাংশ আসনে মিলছে না প্রার্থী, অথচ নন্দীগ্রাম সহ ১৪ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

মহিলার স্বামীর দাবি, গত ২৫ মার্চ তাঁর মেয়েকে দেখতে আসেন গাজলের এক যুবক। মেয়ের সঙ্গে তাঁর কথা হয়। কিন্তু, তারপর থেকেই স্ত্রী নিখোঁজ বলে দাবি ওই ব্যক্তির। তাঁর দাবি, মেয়ে দেখার পর যুবক চলে গেলে তাঁর স্ত্রীও কিছুক্ষণ পর বাজারে যাওয়ার অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপরে আর ফেরেননি। প্রথমে বিষয়টি বুঝাতে পারেননি মহিলার পরিবারের সদস্যরা। কিন্তু, পরে তাঁরা জানতে পারেন যে পাত্রটি মেয়ে দেখতে এসেছিলেন তাঁর সঙ্গে ওই মহিলা ভিন রাজ্যে পালিয়েছেন। বিষয়টি জানার পরেই দেরি না করে মহিলার স্বামী স্ত্রীকে ফিরিয়ে আনার দাবিতে গাজোল থানার দ্বারস্থ হন।

মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ওই ব্যক্তি গাজোল থানায় অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। সে ক্ষেত্রে প্রাপ্তবয়স্করা স্বেচ্ছায় পালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। পরিবারের দাবি, ওই মহিলার বিবাহযোগ্য মেয়ে সহ ৩ সন্তান রয়েছে। তা সত্ত্বেও কীভাবে তিনি পাত্রের সঙ্গে পালিয়ে গেলেন তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: Raju Jha : শক্তিগড়ে ‘ফিল্মি কায়দায়’ শ্যুটআউট, পরপর গুলিতে ঝাঁঝরা কয়লা মাফিয়া