লোকসভা নির্বাচন বছর ঘুরলেই। আর এখন থেকেই সব রাজনৈতিক দল নেমে পড়েছে মাঠে। এই আবহে বাংলায় আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ধর্মতলায় লক্ষ কণ্ঠের গীতাপাঠে যোগ দেবেন তিনি ডিসেম্বর মাসে বলে খবর। নভেম্বর মাসে কেন্দ্রীয স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আসছেন কলকাতায়। আর এমন এক প্রেক্ষাপটে দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বড় খবর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এপ্রিল মাসের মধ্যেই দিঘার জগন্নাথ মন্দির তৈরি হয়ে যাবে।
জল্পনা ছিল নতুন বছরেই উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। শুক্রবার মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুন বছর রথযাত্রার আগে এপ্রিল মাসের মধ্যেই উদ্বোধন হয়ে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের। মুখ্যমন্ত্রীর কথায়, “দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের যা উচ্চতা দিঘার মন্দিরেরও সেই উচ্চতা রাখা হচ্ছে। সকলের খুব ভালো লাগবে। এপ্রিল মাসের মধ্যে এই মন্দির উদ্বোধন হয়ে যাবে।”
উল্লেখ্য, দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ বেশ কয়েক বছর ধরে চলছে। ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ঘোষণা করেছিলেন, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় একটি জগন্নাথ মন্দির তৈরির কথা। সেই থেকেই শুরু হয়ে যায় তোড়জোড়। দায়িত্ব পায় হিডকো। এই মন্দির একবার সর্বসাধারণের জন্য খুলে গেলে, আরও বাড়বে দিঘায় পর্যটকদের ঢল। হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের মতো করেই বানানো হচ্ছে দিঘার জগন্নাথ মন্দির।
এদিন পোস্তায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, বাংলায় তাঁর আমলে কী কী কাজ হয়েছে। তারাপীঠ, চাকলা–সহ নানা জায়গাকে যে ঢেলে সাজানো হচ্ছে তা বললেন তিনি। তাঁর ঘোষণা, ‘দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের যে উচ্চতা, সেই একই উচ্চতায় বানানো হচ্ছে। এপ্রিলের মধ্যে এটি তৈরি হয়ে যাবে। এপ্রিল মাসের মধ্যেই জগন্নাথ মন্দির সম্পূর্ণ হবে।’