Mamata Banerjee: Chief Minister Mamata Banerjee At Darjeeling Inaugurate Various Project

Mamata Banerjee: রাজ্যে ফের শিক্ষক নিয়োগ, পাহাড় থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কার্যত মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।রাজ্যে ফের শিক্ষক নিয়োগের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এই ঘোষণা পাহাড়ের জন্য। কার্শিয়াং এর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে পাহাড়ের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দার্জিলিং, কালিম্পং-এর জন্য পৃথক স্কুল সার্ভিস করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং-এর জন্য পৃথকভাবে জেলা স্কুল বোর্ড-ও গঠন করা হবে। তার জন্য এটি অ্যাডহক কমিটিও গঠন করা হবে বলে এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার একাধিক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন তিনি। বলেন, পাহাড়ের সঙ্গে এখন তাঁর রক্তের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। তাই পাহাড়কে আরও অনেক কিছু দিতে চলেছে তাঁর সরকার। তিনি বলেন “পাহাড়ের জন্য রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ফর হিলস গঠন করা হবে। তারাই দার্জিলিং, কালিম্পং-এর ১৪৬ টি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে যে ৫৯০ টি শিক্ষকের শূন্যপদ রয়েছে, সেখানে এই কমিশনই নিয়োগ করবে।”

শুধু তাই নয়, পাহাড়ের স্কুল বোর্ডগুলিতে দীর্ঘদিন ধরে যে নিয়োগ হয়নি, তার জন্য প্রায় এক হাজার শূন্যপদ রয়েছে: সেই শূন্যপদগুলিতেও নিয়োগ হবে বলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে জিটি-এর দাবি ছিল পাহাড়ে শিক্ষক নিয়োগের।২০০৩ সালের পর থেকে পাহাড়ে সেই অর্থে শিক্ষক নিয়োগ হয়নি, যা নিয়ে বহুবার জিটিএ-এর তরফে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক হয়েছে। অবশেষে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর ২০২৪ লোকসভা নির্বাচনের আগে পাহাড়ে নতুন করে শিক্ষক নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এই নিয়ে এক্স হ্যান্ডেলে ধন্যবাদ জানিয়ে মতামত প্রকাশ করেছেন জিটিএ চিফ অনিত থাপা।

তিনি আরও বলেন, আমার রক্তের সম্পর্ক তৈরি হয়েছে পাহাড়ের সঙ্গে। জিটিএকে তাই আরও ৭৫ কোটি টাকা দিচ্ছি। জিটিএর কর্মচারিদের আমরা অবসরকালীন সবরকম সুবিধা দিচ্ছি। যাঁরা অবসর নেবেন ২০ লক্ষ টাকা করে গ্র্যাচুইটি পাবেন। ১০ মাসের লিভ এনক্যাশমেন্টও পাবেন। জিটিএর যে রেগুলার কর্মচারি আছেন ২০০৯ ও ২০১৯ এর পে কমিশন অনুযায়ী তাঁদের বেতন পরিবর্তন হবে।