Mamata Banerjee: Foreign Conglomerate Lulu Group May Invest In West Bengal

Mamata Banerjee: বাংলার পণ্যের প্রচার করবে ইউসুফের কোম্পানি, নিউটাউনে হবে বিশ্বমানের লুলু শপিং মল

দুবাইয়ে এদিন লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বাংলায় শিল্পে বহুজাতিক গোষ্ঠীর আগ্রহ এবং বিনিয়োগের বিষয়গুলি নিয়ে আলোচনা হয় এদিন। লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বলে এদিন ট্যুইটে জানান মুখ্যমন্ত্রী।

শুক্রবার দুবাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করেন লুলু গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলি। বাংলায় বিপুল বিনিয়োগের আশ্বাস দেন তিনি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নিউটাউনে একটি বিশ্বমানের শপিং মল খুলবে লুলু গ্রুপ অফ ইন্টারন্যাশনাল। সেই সঙ্গে  বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা এই সংস্থার  ২৩৪টি স্টোরে বিশ্ববাংলার নিজস্ব জিনিসপত্র রাখা হবে।

আরও পড়ুন: Howrah: ভাগ্নেকে কান ধরে ওঠবোস! স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মার মামা ও তাঁর বন্ধুদের

মুখ্যমন্ত্রী এদিন টুইটে বলেন, “বাংলায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের বিষয় নিয়ে কথা হয়েছে। নিউটাউনে একটি বিশ্বমানের মল খোলা। গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুলু গ্রুপের আউটলেট গুলিতে বিশ্ব বাংলার পণ্যের বিশ্বব্যাপী প্রচার যাতে করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। এর বাইরেও লুলু গ্রুপ বাংলায় মাছ প্রক্রিয়াকরণ, পোলট্রি, দুগ্ধ এবং মাংস প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আমি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩-এ অংশগ্রহণের জন্য লুলু গ্রুপকে আমন্ত্রণ জানাতে পেরে উচ্ছ্বসিত।”

লুলু গোষ্ঠীর কর্ণধার ইউসুফ আলি মুসালিয়াম ভেট্টিল আবদুল কাদের কেরলের ত্রিশূরের ভূমিপুত্র। তাঁর কাকা এমকে আবদ্দুলাহ এই সংস্থার প্রতিষ্ঠাতা। সংস্থার প্রধান কেন্দ্র আবু ধাবি। আরব আমিরশাহি, ভারত, সৌদি আরব, কুয়েত, বাহরিন, ওমান, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় এই গোষ্ঠীর মোট ২৩৪টি বিপণি রয়েছে। কয়েক বছর ধরে রফতানি বাণিজ্য শুরু করেছে সংস্থা। তাদের হোটেল ও রিয়েল এস্টেটের ব্যবসাও রয়েছে। কেরল ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে লুলু গ্রুপের বিনিয়োগ রয়েছে। এ দেশের লখনউয়ে সব থেকে বড় শপিং মলটি তাদেরই তৈরি।

আরও পড়ুন: Duare Dalil: জমি-বাড়ি রেজিস্ট্রেশনে নয়া পদক্ষেপ, রাজ্যে এবার ‘দুয়ারে দলিল’