মমতা মানেই ব্যতিক্রম। বৃহস্পতিবার সকালে তা আরও একবার দেখলো দার্জিলিং। প্রত্যক্ষ করল যে, কঠোর হাতে যিনি রাজ্য চালান তিনিই নিপুণ্যের সঙ্গে রান্নাও করেন। পাহাড়ি রাস্তার বাঁকে অঞ্জু স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সঙ্গে হাতে হাত মিলিয়ে মোমো বানিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী।
ঠিক কী দৃশ্য দেখা গেল? বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন তিনি। তারপর আপন মনে পাহাড়ে হাঁটতে হাঁটতে গান গাইছিলেন। হালকা মেজাজে মুখ্যমন্ত্রীকে দেখে অনেক পর্যটকই এসে নমস্কার করেন। কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আজ তাঁর সফরের শেষ দিন। মুখ্যমন্ত্রী এগিয়ে চলেছেন। এমন সময় দেখেন, পথের ধারে পাহাড়ি রাস্তা দু’জন মহিলা মোমো বানাচ্ছেন। তাঁদের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মোমো তৈরি করা দেখলেন। তারপর ওই মহিলাদের কাছে গিয়ে নিজে হাতে মোমো তৈরি করেন মুখ্যমন্ত্রী। আর তাতেই উচ্ছ্বসিত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।
আরও পড়ুন: Rampurhat Massacre: বাড়ল মৃতের সংখ্যা, হাসপাতালে মৃত্যু অগ্নিদগ্ধ নাজমা বিবির
অন্যদিকে মুখ্যমন্ত্রীকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা অনুরোধ করেন, তাঁদের কোনও স্থায়ী দোকান নেই। ফলে পাহাড়ে ঠান্ডায়, বৃষ্টিতে তাঁদের বিক্রিবাটায় সমস্যা হয়। মুখ্যমন্ত্রীর কাছে দোকানের আবদার করেন তাঁরা। তাঁদের আবদার মেনে মুখ্যমন্ত্রী জেলাশাসককে নির্দেশ দিলেন দোকান বানাতে।
সকাল থেকেই শৈলশহরের অলিগলিতে হেঁটে বেড়ান মুখ্যমন্ত্রী। পথচলতি মানুষজনের সঙ্গে জনসংযোগ সারেন। সমস্যা জানতে চান। শিশুদের হাতে তুলে দেন চকোলেট। এখানেই কলেজ স্ট্রিটের আদলে দার্জিলিংয়ে কফি হাউস তৈরির কথা তিনি বলেছেন। তাই জায়গাও খুঁজতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। নতুন ওই কফি হাউসের জন্য গানও বাঁধেন। বৃদ্ধা মহিলার সঙ্গে কথা বলেন। এমনকী তাঁর চিকিৎসার ব্যবস্থাও করেন।