তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পুরুলিয়া ও বাঁকুড়া সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে শুধু প্রশাসনিক বৈঠক নয়, দলের কর্মিসভাও করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়াতে প্রশাসনিক বৈঠক থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে মে মাসের মাঝামাঝি সময়ে মেদিনীপুর (Midnapore) এবং ঝাড়গ্রাম (Jhargram) সফর করেছিলেন মুখ্যমন্ত্রী। অশনির (Asani) জেরে তাঁর সফর দিন কয়েক পিছিয়ে গিয়েছিল। রাজনৈতিক মহলের দাবি, পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক থেকেও রাজ্যের জন্য নতুন বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এই জেলাতেও বিস্তর অভিযোগ রয়েছে। তা নিয়েও বেশ কড়া বার্তা মুখ্যমন্ত্রী দিতে পারেও বলেও মত রাজনৈতিক মহলের।
পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সফরকে মাথায় রেখেই রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর পুরুলিয়ায় পানীয় জল প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু করেছে।২০১৩ সাল থেকে এই প্রকল্পের কাজ থমকে গিয়েছিল। ২৯৬ কোটি টাকার এই প্রকল্পে আর্থিক সহায়তা করছে জাপানের সংস্থা জাইকা। ইতিমধ্যেই রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায় প্রকল্পের পরিস্থিতি নিয়েও পর্যালোচনা বৈঠক করেন।
আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ড: এবার TMC বিধায়ককে শওকত মোল্লাকে CBI-তলব
জানা গিয়েছে, আগামিকাল রবিবার দুর্গাপুরে যাবেন মুখ্য়মন্ত্রী। সেদিন কোনও কর্মসূচি নেই। সোমবার পুরুলিয়া প্রশাসনিক বৈঠক, মঙ্গলবার কর্মিসভা। সেদিন আবার বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পরের দিন বুধবার কর্মিসভা সেরে ফিরবেন কলকাতায়।
এদিন পুরুলিয়া যাওয়ার আগে দুর্গাপুরে মুখ্যমন্ত্রী জানান, বাঁকুড়া-পুরুলিয়া সফর করে জুন মাসের প্রথম সপ্তাহে একবার তিনি উত্তরবঙ্গে সফরে যেতে পারে। তবে তাঁর এই সফর নির্ভর করবে আবহাওয়ার উপরে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, জুন মাসেই তিনি পূর্ব ও পশ্চিম বর্ধমানে আসবেন।
আরও পড়ুন: Murshidabad Murder: সহবন্দিদের কাছে এখন সুতপার গল্প করে সুশান্ত, সেলে ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা