কলকাতায় পৌঁছলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শরীর ঠিক থাকলে সোমবার বিকেলেই বিজেপির রাজ্য সদর দপ্তরে যাবেন তিনি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। শোনা যাচ্ছে, মঙ্গলবার জনসংযোগ কর্মসূচিতেও যোগ দিতেও পারেন ‘মহাগুরু’। তবে এ বিষয়ে মিঠুন চক্রবর্তী কিংবা বিজেপির তরফে কেউ কোনও প্রতিক্রিয়া দেননি।
সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছন মিঠুন চক্রবর্তী। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছিলেন, কলকাতায় আসতে পারেন মিঠুন। শরীর সুস্থ থাকলে মঙ্গলবার তিনি রাজ্য বিজেপির সদর দফতরে আসতে পারেন বলেও জানিয়েছিলেন সুকান্ত। তবে মিঠুনের ঘনিষ্ঠসূত্রে খবর, শরীর ঠিক থাকলে তিনি সোমবারই রাজ্য বিজেপির দফতরে যেতে পারেন। আর তা যদি হয়, তবে এই প্রথম কলকাতায় বিজেপির সদর দফতরে যাবেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন।
আরও পড়ুন: Weather Today: বাড়বে ভ্যাপসা গরম? বর্ষা এলেও বৃষ্টির ঘাটতি কলকাতা সহ দক্ষিণবঙ্গে
এক বছর আগে মিঠুনকে বিজেপিতে এনে চমক দিয়েছিল বিজেপি। সে সময় দলের হয়ে বাংলার বিভিন্ন কেন্দ্রে প্রচার করেছিলেন মিঠুন। কিন্তু এক বারও বিজেপির রাজ্য সদর দফতরে আসেননি। বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য তিনি। গত এক বছরে বঙ্গ রাজনীতিতে তো নয়ই, জাতীয় রাজনীতিতেও দেখা যায়নি তাঁকে। এমনকি, আসানসোলে ভোটের প্রচারে অগ্নিমিত্রা পালের হয়ে প্রচারে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসা হয়নি তাঁর। অসুস্থতার কথা জানিয়ে উপনির্বাচনে ভিডিয়ো বার্তা পাঠিয়েছিলেন মিঠুন। হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল রবিবার। তার ২৪ ঘণ্টা পর কলকাতা এলেন মিঠুন।
প্রশ্ন উঠেছে, বিধানসভা ভোটে বিজেপির শোচনীয় হারের পর যে মিঠুনকে বঙ্গ রাজনীতিতে আর দেখাই যায়নি, তিনি কি এক বছর পর আবার সক্রিয় ভাবে বঙ্গ রাজনীতিতে ফিরতে চলেছেন? আবার বিজেপির হয়ে গ্রামেগঞ্জে প্রচার শুরু করতে চলেছেন? বিজেপি সূত্রে অবশ্য এ ব্যাপারে এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: Jalpaiguri: গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মা, পাশের ঘরে বসে টেরই পেল না মেয়ে