Murshidabad Murder: Sushanta Chowdhury again attacked Sutapa Chowdhury’s Family

Murshidabad Murder: সুতপার বাবা, মা মানসিকভাবে হেনস্থা করত, তাই মেরেছি! বলল সুশান্ত

বহরমপুরে ছাত্রী খুনের কথা প্রকাশ্যে কবুল করল অভিযুক্ত। মৃত ছাত্রীর পরিবারের বিরুদ্ধে পাল্টা উত্যক্ত করার অভিযোগ তুলে একই সঙ্গে জানিয়ে দিল, “আইন যা সাজা দেবে, তা মানতে রাজি”।

বহরমপুরে সুতপা-খুনের ঘটনায় গত বৃহস্পতিবার সুশান্তকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল বহরমপুর আদালত। শনিবার হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে ফের আদালতে বিচারকের সামনে হাজির করানো হয়। আদালত থেকে বার করে সুশান্তকে প্রিজনভ্যানে তোলার সময় সাংবাদিকেরা তাকে ঘিরে ধরে প্রশ্ন করতে থাকে।

আরও পড়ুন: Dilip Ghosh: তৃণমূল নেতাদের ‘পিছনে পেট্রল দেওয়ার’ নিদান, দিলীপের বিতর্কিত মন্তব্যে আলোড়ন

সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, “সুশান্ত তুমিই কি খুন করেছ?” এই প্রশ্ন শুনে তার উত্তর, “হ্যাঁ, আমিই খুন করেছি। মেয়ের মা ও বাবা আমাকে মানসিকভাবে হেনস্থা করছিল। তাই আমি খুন করেছি। আমাকে আলাদত যে শাস্তি দেবে তা মাথা পেতে নেব।” উল্লেখ্য, গত ২ মে বহরমপুরে প্রকাশ্য রাস্তায় খুন হন বহরমপুরের কলেজ ছাত্রী সুতপা চৌধুরী। অভিযোগ ওঠে, তার ‘প্রেমিক’ প্রকাশ্য রাস্তায় ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে এই তরুণীকে। সেই সময় তার হাতে ছিল নকল বন্দুক। আর সেই কারণেই সুতপাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেননি।

অন্যদিকে, বহরমপুরের কলেজছাত্রী সুতপা চৌধুরী খুনে(Sutapa Cjowdhury Murder Update) নয়া তথ্য পেয়েছে পুলিশ। এবার তাঁদের হাতে একটি ফেসবুক পোস্ট। ‘তপন ওয়াইটি’ নামে একটি প্রোফাইল থেকে সুশান্ত ও সুতপার বেশ কিছু ‘ঘনিষ্ঠ’ ছবি পোস্ট করে অভিযোগ করা হয়েছে সুতপা চৌধুরীর বাবা স্বাধীন চৌধুরীর(Swadhin Chowdhury) দিকে। কারণ, সুতপা খুনের পর থেকেই স্বাধীনবাবুর অভিযোগ ছিল, তাঁর মেয়েকে ক্রমাগত উত্যক্ত করত অভিযুক্ত সুশান্ত। এমনকি, সুশান্ত’র বিরুদ্ধে তিনি যে ইংরেজবাজার মহিলা থানায়(Englishbazar Women Police Station) অভিযোগ করেছিলেন, সেই তথ্যেরও উল্লেখ আছে ফেসবুকের এই প্রোফাইলে।

আরও পড়ুন: Murshidabad Murder: ফাঁস সুতপা-সুশান্তের ‘ঘনিষ্ঠ’ ছবি, পাল্টা কাঠগড়ায় তোলা হল সুতপার বাবাকে