ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে করোনা (Coronavirus)। কড়া বিধিনিষেধের জেরে গত ৪৮ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমেছে সংক্রমণ। এই পরিস্থিতিতে বিধিনিষেধ আরও কিছুটা শিথিল করল রাজ্য। সেই তালিকায় রয়েছে আউটডোর শুটিং। সোমবার নবান্নের তরফে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা।
কী বলা হয়েছে নতুন নির্দেশিকাতে—
- ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাজ্যে জিম খোলায় ছাড়। রাত ৯টা পর্যন্ত জিম খুলে রাখা যাবে। এক্ষেত্রে যাঁরা জিমে আসছেন এবং জিমে কর্মরতদের করোনা টিকার দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক। অথবা RT PCR টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
- ৯টা পর্যন্ত যাত্রা অনুষ্ঠানের আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। খোলা জায়গায় যাত্রা আয়োজনের ক্ষেত্রে সর্বাধিক ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন। ‘ইন্ডোর আয়োজন’ অর্থাৎ হলের মধ্যে যাত্রার আয়োজন করা হলে সর্বাধিক ২০০ জন বা ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবে।
আরও পড়ুন: বাংলায় এবার ‘দুয়ারে পিঠে’, অর্ডার দিলেই বাড়িতে আসবে দুধ পুলি-পাটিসাপটা
- করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সিনেমা বা ছবির আউটডোর শ্যুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে।
- ১৮ তারিখ থেকে লাগু হবে এই নিয়ম।
গত শনিবারই কোভিড বিধিনিষেধের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে নবান্নের জারি করা নির্দেশিকায় বিয়েবাড়ি সংক্রান্ত অনুষ্ঠানে ছাড় দেওয়া হয়েছিল। ছাড় মিলেছিল মেলা আয়োজনের ক্ষেত্রেও। এ বার আরও কিছুটা শিথিল করা হল নিষেধাজ্ঞা।
আরও পড়ুন: ওয়েবসাইটে অনুব্রতের ১ কোটি টাকা জেতার খবর, শোরগোল বীরভূমে