খাস নিজের গ্রামের পঞ্চায়েতেই জমি রক্ষা কমিটির কাছে হার স্বীকার করতে হল আরাবুল ইসলামকে। ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল তৃণমূলের। পঞ্চায়েতের দখল নিল জমি রক্ষা কমিটি। দুপুর ২টো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পোলেরহাট ২ পঞ্চায়েতে মোট ২৪টি আসনের মধ্যে ১৬টি আসনের ফল ঘোষণা হয়েছে। তার মধ্যে ১৫টিতেই জিতে গিয়েছে শাসকবিরোধী জমি রক্ষা কমিটি এবং আইএসএফের জোট। তৃণমূল সেখানে এখনও পর্যন্ত স্রেফ একটিই আসনে জয়ী হয়েছে।
আরাবুল ইসলাম পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত অঞ্চলের নেতা। তাঁর গড়ে বিরোধীদের জয় নিতান্তই তাৎপর্যপূর্ণ। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “আমি আগে থেকেই আঁচ করতে পেরেছি পোলেরহাট ২ কোনওমতে রক্ষা করা যাবে না। এখানে সাতটি প্রার্থী হেরেছে আমাদের। হতেই পারে। বাকি জায়গায় জিতেছি।” তিনি আরও বলেন, “ওই এলাকায় আমাদের কর্মীদের উপর লাগাতার অত্যাচার হয়েছে। প্রার্থীদের হুমকি দেওয়া হয়েছে। তাই জানতাম যে এখানে খারাপ ফল হবে।”
আরও পড়ুন: Panchayat Election 2023: খুন-জখম-ছাপ্পা! মুর্শিদাবাদে দুপুর পর্যন্ত নিহত পাঁচ, মোট মৃত্যু ৯ জনের
একসময়ে ভাঙড়ের রাশ থাকত এই আরাবুলেরই হাতে। তবে ইদানীং ভাঙড়ের প্রাক্তন বিধায়কের প্রতিপত্তিতে কিছুটা ‘টান’ পড়েছিল বলে মনে করছিলেন স্থানীয় নেতৃত্ব। কারণ ভাঙড়ে পঞ্চায়েত ভোট সামলানোর দায়িত্ব তাঁর বদলে দেওয়া হয় ক্যানিং ২-এর বিধায়ক শওকত মোল্লাকে। তাঁকে সাহায্য করার দায়িত্বও দেওয়া হয় বিধাননগরের পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফল সেই ধারণাতেই সিলমোহর দিল বলে মনে করছেন তাঁরা।
২০১৮ সালেও পোলেরহাটে দাপট দেখিয়েছিল জমি কমিটি। সেবার পোলেরহাট ২ পঞ্চায়েতের ১৬টি আসনের মধ্যে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮টি আসনে জিতেছিল। বাকি ৮টিতে জমি কমিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। তার মধ্যে পাঁচটি আসন পেয়েছিল জমি কমিটি। তৃণমূল জিতেছিল ৩টি আসনে।
আরও পড়ুন: Panchayat Election 2023: দিলীপের বুথেই তৃণমূলের জয়, জোড়াফুলের ধাক্কায় কাত নির্দলও