- গণনার শুরু থেকেই জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। ডায়মণ্ড হারবারে ফকিরচাঁদ কলেজ গণনাকেন্দ্রের সামনেই বোমাবাজি। আমডাঙায় CPIM প্রার্থীকে অপহরণের অভিযোগ।
- জেলায় জেলায় ভোটগণনাকেন্দ্রে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। ইংরেজবাজারে গণননাকেন্দ্রের সামনে চূড়ান্ত বিশৃঙ্খলা। গলসিতে বিরোধী কাউন্টিং এজেন্টদের মারধরের অভিযোগ। গণনাকেন্দ্রের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা।
আরও পড়ুন: Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট এক দফাতেই,অধীরের আবেদন খারিজ করে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট
- উত্তর ২৪ পরগনার বনগাঁয় তৃণমূল এবং বিরোধীদের মধ্যে মারামারি। মাথা ফাটল দুই তৃণমূল কর্মীর।
- মুর্শিদাবাদের শমসেরগঞ্জে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে বোমাবাজির অভিযোগ। দু’জন জখম হয়েছেন বলে দাবি।
- হরিহরপাড়া থানা এলাকায় তৃণমূলের প্রার্থী এবং তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে।
- বীরভূমের নানুরে গণনাকেন্দ্রে যেতে সিপিএম কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার শাসকদলের।
- গণনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হাওড়া এবং হুগলি জেলাতেও। ভোট ঘিরে প্রাণহানি, রক্তপাত, সংঘর্ষ, বোমাবাজি হয়েছে রাজ্যের কয়েকটি জেলায়। ভোটের দিনের সংঘর্ষে রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। ভোট পর্বে মোট ৪১ জনের মৃত্যু হয়েছে।
প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে। রাজ্যে মোট পঞ্চায়েত আসন- ৬৩,২২৯। পঞ্চায়েত সমিতির আসন- ৯,৭৩০। জেলা পরিষদ আসন- ৯২৮। তবে ৯১২টি আসনে গণনা হবে। কারণ ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। গ্রাম পঞ্চায়েতে ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে আট হাজার দু’টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৭,৯৪৪টি আসনে। দু’টি আসনে জয়ী বিজেপি। তিনটি আসনে জয়ী সিপিএম। অন্য প্রার্থীরা জয়ী ৫৩টি আসনে। পঞ্চায়েত সমিতিতে ৯,৭৩০ আসনের মধ্যে ৯৯১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৯৮১টি আসনে। অন্যরা জিতেছে ১০টি আসনে।
আরও পড়ুন: Panchayat Election Result: ব্যালট খুলতেই তৃণমূলের লম্বা লাফ, লড়াইয়ে নেই বিরোধীরা