Panchayat Election 2023 Results: trinamool dominates in all zilla parishad

Panchayat Election 2023 Results: সব জেলা পরিষদ দখলের পথে তৃণমূল! বিরোধীশূন্য অন্তত তিন জেলা

নির্বাচনে সুইপ তৃণমূলের! গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির পরে জেলা পরিষদেও জয়যাত্রা অব্যাহত শাসকদল তৃণমূলের। চমকে দেওয়া ফল উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম। বিরোধীদের চিন্তা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় – অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝোড়ো ইনিংসের সামনে বাংলায় ফের একবার মুখ থুবড়ে পড়ল প্রধান বিরোধীদল বিজেপি থেকে শুরু করে নয়া চ্যালেঞ্জের দাবিদার বাম-কংগ্রেস জোট। জেলা পরিষদে সবুজ ঝড়, বহু জায়গাতেই নিরঙ্কুশ সাফল্য শাসক তৃণমূলের।

  • রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় জেলা পরিষদের ক্ষমতা ধরে রাখল তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ফের তৃণমূলেরই দখলে! ৭০ আসনের জেলা পরিষদের বেশিরভাগ আসনে জয়ী তৃণমূল। শেষ পাওয়া খবরে, তৃণমূলের দখলে ৫০ টি এবং বিজেপির দখলে ১২ টি জেলা পরিষদ আসন। বাকি আটটি আসনের গণনা শেষ পর্যায়ে।
  •  দক্ষিণ ২৪ পরগনা জেলায় নিজেদের আদিপত্য বজায় রাখল শাসক দল। এই জেলায় জেলা পরিষদের মোট ৮৫টি আসনের মধ্যে ৮৪টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। মাত্র একটি আসনে জয় পেয়েছে আইএসএফ। দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ তৃণমূলের দখলেই থেকে গেল।

আরও পড়ুন: Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে ‘সন্ত্রাস’ খুঁজতে কমিটি বিজেপির, আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

  • পশ্চিম বর্ধমানে জেলা পরিষদও দখলে রাখল তৃণমূল কংগ্রেস। এই জেলার জেলা পরিষদ বিরোধীশূন্য। ১৮টি আসনের সব ক’টিতেই শাসকদল জয় পেয়েছে। এ ছাড়া গ্রাম পঞ্চায়েতে ৯৪১টি আসন এবং পঞ্চায়েত সমিতিতে ১৬৫টি আসনে জয় পেয়েছে তৃণমূল।
  • দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদও তৃণমূলের দখলে। এই জেলায় মোট জেলা পরিষদের সংখ্যা ২১। সব ক’টিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে শাসকদল।
  •  দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদ বিরোধীশূন্য। এ ছাড়া, পঞ্চায়েত সমিতির ১৮৯টি আসনের মধ্যে ১৬৪টিতে তৃণমূল জয় পেয়েছে। গ্রাম পঞ্চায়েতের ১৩০৮টি আসনের মধ্যে ৮৭১টিতে জয়ী তৃণমূল।

আরও পড়ুন: Panchayat Election 2023 Results: ভেঙে পড়ল গেরুয়া গড়! উত্তরবঙ্গ, জঙ্গলমহল থেকে মতুয়াগড়ে ভরাডুবি বিজেপির