Panchayat Election Result: Live updates on Bengal Panchayat Poll Results

Panchayat Election Result: ব্যালট খুলতেই তৃণমূলের লম্বা লাফ, লড়াইয়ে নেই বিরোধীরা

পঞ্চায়েত ভোটে রাজ্যের ৩৩৯টি কেন্দ্রে সঠিক সময় গণনার কাজ শুরু হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন। সকাল ১০ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের ১০টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এগিয়ে রয়েছে ৬০১টি আসনে। এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় পাঁচটি আসনে জয় তৃণমূলের। বিজেপি এগিয়ে ৯২, সিপিআই ৪, সিপিএম ১০৪, কংগ্রেস ১২, ফরওয়ার্ড ব্লক ২, অন্যান্য ২১, নির্দল ৪৫টি এগিয়ে।

  • বীরভূম গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক আসনে জয়ী তৃণমূল। আলিপুরদুয়ার গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ আসনে জয়ী তৃণমূল
  • সকাল ১০টা পর্যন্ত গড়বেতা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল এগিয়ে ৫টি আসনে। BJP ২টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে ১টি আসনে। দাঁতনে তৃণমূল এগিয়ে ৩১টি গ্রাম পঞ্চায়েত আসনে। BJP এগিয়ে ১০টি আসনে, CPI এবং CPIM সহ বামফ্রন্ট এগিয়ে ৫টি আসনে। অন্যান্যরা এগিয়ে ১টি আসনে।
  • ভাঙড় ১ ব্লকে জেলা পরিষদের ৩টি আসনের মধ্য তৃণমূল জয়ী ২টি আসনে। পঞ্চায়েত সমিতির ২৭টি আসনের মধ্যে তৃণমূল সবকটিতেই জয়ী। গ্রাম পঞ্চায়েতের ২২৩টি আসনের মধ্যে তৃণমূল জয়ী সবকটিতেই। ভাঙড় ২ ব্লকের পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্য়ে তৃণমূল জয়ী ১৪টি আসনে। গ্রাম পঞ্চায়েতের ২১৮টি আসনের মধ্যে তৃণমূল জয়ী ৮৬টি আসনে।

আরও পড়ুন: Panchayat Election 2023: রাজ্যে এই ৫ দিন বন্ধ মদের দোকান! খুলবে না পানশালাও

  • সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত ২১ এবং ৬১ নম্বর বুথ আঙারগড়িয়া অঞ্চল ও মহম্মদবাজার অঞ্চলে কুলে ও রাজ্যধরপুর বুথে BJP জয়ী।
  • বাঁকুড়া এক নম্বর ব্লকের আঁচুড়ি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। ২২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৪ আসনে জয়লাভ করে। ৩৬৩টি গ্রাম পঞ্চায়েত আসনে এগিয়ে তৃণমূল।
  • আর্লি ট্রেন্ড অনুযায়ী, মুর্শিদাবাদে পাল্লা ভারী তৃণমূলের। রঘুনাথগঞ্জে চারটি আসনে জয়ী তৃণমূল। সামশেরগঞ্জের চাচণ্ড জিপির ১৯৩ নম্বর বুথে ৮৭ ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব চৌধুরী। ৬ রানিনগর ২ গ্রাম পঞ্চায়েতের ৬১ নম্বর বুথের তৃণমূল প্রার্থী রাজু শেখ ২০২ ভোটে জয়ী হলেন।

আরও পড়ুন: Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে ‘সন্ত্রাস’ খুঁজতে কমিটি বিজেপির, আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল