Paresh Rawal summoned by Kolkata Police, Bangla Pokkho To Gift Various Fishes To Actor

Paresh Rawal: পারসে-পাবদা-শুঁটকি ‘উপহার’ বাংলা পক্ষর, তালতলা থানায় তলব পরেশ রাওয়ালকে

আগেই অভিনেতা তথা বিজেপি নেতা পরেশ রাওয়ালের (Paresh Rawal) সিনেমা বয়কটের ডাক দিয়েছে বাংলা পক্ষ। পাশাপাশি রাজ্যের একাধিক থানায় পরেশ রাওয়ালের বিরুদ্ধে তাঁর মন্তব্যের জন্য এফআইআর করেছে বাংলা পক্ষ। এবার পরেশ রাওয়ালের বাড়ির ঠিকানায় পার্সেল করে মাছ পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংগঠনের শীর্ষ পরিষদের সদস্য কৌশিক মাইতি বলেন, ‘আগামীকাল বাঙালির প্রিয় কয়েকটি মাছ পরেশ রাওয়ালের বাড়ির ঠিকানায় পার্সেল করে দেওয়া হবে।’

গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ লগ্নে পরেশ রাওয়ালকে বলতে শোনা যায়, ‘গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবারও সস্তা হয়ে যাবে। যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, তা কমে যাবে। মানুষ চাকরিও পাবেন। মুদ্রাস্ফীতির সমস্যা গুজরাটের মানুষ সহ্য করতে পারে। কিন্তু যদি দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা আপনার বাড়ির পাশে থাকতে শুরু করে, তাহলে গ্যাস সিলিন্ডার দিয়ে কী হবে? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন’? প্রবল সমালোচনার মুখে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।

আরও পড়ুন: Mamata Banerjee : Sundarban নয়া জেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর! মিলবে কী কী সুবিধা ?

এদিকে পরেশ রাওয়ালের মন্তব্যকে হাতিয়ার আসরে নেমেছেন তৃণমূল। দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের টুইট, ‘এই নিয়ে কী বলবেন শুভেন্দু, দিলীপ, সুকান্ত’? যত শীঘ্রই সম্ভব অবস্থান স্পষ্ট করুন’। শুধু তাই নয়, কলকাতায় পরেশ রাওয়ালের বিরুদ্ধে তালতলা থানায় অভিযোগ দায়ের করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

সেই অভিযোগের ভিত্তিতেই আগামী ১২ ডিসেম্বর পরেশকে তলব করেছে তালতলা থানা। সে দিন তাঁকে থানায় আসার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে এখনও পরেশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: Mamata Banerjee: আজমেঢ় শরিফে চাদর চড়ালেন মমতা, রাজস্থানের মাটিতেও দিদি-দিদি ডাক