কেন্দ্রীয় সরকারের নেগোশিয়েব্ল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্ট অনুযায়ী, নতুন বছরে ক’দিন ছুটি, তার তালিকা প্রকাশ করল নবান্ন। অর্থ (অডিট) দফতরের প্রকাশিত নির্দেশিকায় দেখা গেল, আগামী বছর দুর্গাপুজোর ছুটি একটু হতাশ করতে পারে কর্মীদের। পুজোর ছুটি তিন দিন। একই দিনে পড়েছে অষ্টমী এবং নবমী। মহালয়ার ছুটিও পড়েছে গান্ধীজয়ন্তীর দিনেই। অর্থাৎ, ২ অক্টোবর। আর পাঁচটি ছুটি পড়েছে রবিবার। তবে রাজ্য সরকারের কর্মীরা বেশ কিছু বাড়তি ছুটি পাবেন। সরস্বতী পুজোর আগের দিন, দোলযাত্রার পরের দিন ছুটি পাবেন তাঁরা।
২০২৪ সালে দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাবে চতুর্থীর দিন থেকেই। চতুর্থী হল সোমবার। তার আগে শনিবার ও রবিবার এমনিই সাপ্তাহিক ছুটি। ফলে ৫ অক্টোবর দ্বিতীয়ার দিন থেকে পুজোর ছুটি কার্যত শুরু হয়ে যাবে। আবার লক্ষ্ণী পুজো হল ১৬ অক্টোবর। কিন্তু লক্ষ্ণী পুজোর জন্য অতিরিক্ত আরও দু’দিন ছুটি থাকবে। অর্থাৎ ১৯ অক্টোবর পুজোর পর সরকারি অফিস খুলবে। মানে পুজোতে টানা ২ সপ্তাহ ছুটির সুযোগ পাবেন সরকারি কর্মচারী।
হিসাবমতো ন্যাশনাল ইম্পর্ট্যান্স আইন তথা এনআই অ্যাক্টে ২০২৪ সালে ছুটি থাকবে ২২ দিন। সেই সঙ্গে রাজ্য সরকারের ছুটি থাকবে ২৩ দিন। অর্থাৎ জরুরি পরিষেবা ব্যতিরেকে বছরে মোট ৪৫ দিন ছুটি থাকবে রাজ্য সরকারি দফতরগুলি।এনআই অ্যাক্টের ২৫ নম্বর ধারা মেনে ছুটি হবে রাজ্য সরকারের অধীনে থাকা সব দফতরেই। একমাত্র কলকাতায় কালেক্টরের দফতর এবং রেজিস্ট্রারের দফতরে এই তালিকা মেনে ছুটি হবে না।