ফের একবার অস্বস্তিকর গরম শহর কলকাতায়। রীতিমতো নাজেহাল শহরবাসী। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৩২ শতাংশ।
কলকাতার তাপমাত্রা শনিবার পর্যন্ত বাড়তে পারে। তারপর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যা চলতে পারে রবিবার পর্যন্ত। শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস না দিলেও আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সংলগ্ন তিন জেলা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলেও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের ৯টি জেলায় আর তাপপ্রবাহের সতর্কতা থাকছে না। এর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম।
আরও পড়ুন: Minor Girl harassment: ‘ভূতে করেছে’, আঁচড়ে-কামড়ে যৌন হেনস্তার পর শিশুকে শেখাল অভিযুক্ত
বৃহস্পতিবার কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। শুক্রবার বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। শনিবার থেকে অবশ্য তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মোকা বাংলাদেশ মায়ানমার ও উপকূলে আছড়ে পড়তে পারে। বাংলায় এর পরোক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা। মোকার প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত চলছে।
আরও পড়ুন: The Kerala Story: পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’, ‘কোনও হলে চালানো যাবে না’,নির্দেশ মমতার