পূর্বাভাস ছিল আগে থেকেই। সেই মতো আজ সকালে আলো ফুটতে না ফুটতেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়ে যায় এক পশলা।
হাওয়া অফিস সূত্রে খবর, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার ঠান্ডা হাওয়া ও সাগর থেকে আসা গরম পূবালী হাওয়ার সংস্পর্শে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। সেই মেঘ থেকেই বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যজুড়ে। এর জেরে রাতের তাপমাত্রা বাড়ল ৪ ডিগ্রি। এদিন সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকে কলকাতা-সহ একাধিক জেলা। দিনভর থাকবে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে হবে বৃষ্টি। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।
আরও পড়ুন: Unknown Fever: উত্তরবঙ্গে ফের অজানা জ্বরের আতঙ্ক, মৃত্যু তিন শিশুর