রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলার অভিযোগ তুলে কেন্দ্রীয় হস্তক্ষেপের স্লোগান দিতে দিতে কলকাতা থেকে বাসে করে রামপুরহাটের বগটুই গ্রামের পথে রওনা দিয়েছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই তৃণমূলের কটাক্ষে বিদ্ধ হল পদ্মশিবির। উপলক্ষ একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, বর্ধমানের শক্তিগড়ে একটি ল্যাংচার দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে বিজেপি প্রতিনিধিদলের বাস।
রামপুরহাটের বগটুইয়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের ‘বদলা’ হিসেবে আটজনকে পুড়িয়ে খুন। নৃশংস এই ‘হত্যাকাণ্ড’ নিয়ে উত্তাল গোটা রাজ্য। স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়েছে। এদিকে, এদিনই বগুটুই গ্রামের উদ্দেশ্যে কলকাতা থেকে বাসে রওনা দেন বিজেপি বিধায়করা। তারও আগে এদিন সকালে বাইকে চেপে বগটুই গ্রামে ঢুকে পড়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। যদিও পরবর্তী সময়ে বগটুই যাওয়ার মুখে পুলিশি বাধার সম্মুখীন হন বমফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
অন্যদিকে, বিজেপি বিধায়কদের বাস বগটুই যাওয়ার পথে শক্তিগড়ে একটি ল্যাংচার দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে। বাস থেকে নেমে ল্যাংচার দোকানে ঢুকতেও দেখা গিয়েছে বিজেপি বিধায়কদের। একটি ভিডিও এদিন ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই এই ছবি দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই গেরুয়া শিবিরকে কটাক্ষ করে ময়দানে নামে তৃণমূল।
মুখ্যমন্ত্রী এদিন বিজেপিকে নিশানা করে বলেন, ”কেউ কেউ ওখানে ল্যাংচামহলের ল্যাংচা খেয়ে লেংচে লেংচে পৌঁছে গেছেন। তার পর আসানসোল হয়ে রামপুরহাটে যাবে। এর পর গেলে রাত হয়ে যাবে, তাই আর গেলাম না। তাই বলে রাখলাম কেউ পার পাবে না। রামপুরহাটের ঘটনা নিয়ে অ্যাকশন হবে।”
বিজেপির পিকনিক 2.
গাড়ি, বাসে যথাযথ আয়োজন বলে খবর।
তবে শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে?উল্লেখ্য, ওঁরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থল দেখতে যাচ্ছেন। pic.twitter.com/1ACWCp3vVW
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 23, 2022
টুইটে ভিডিওটি পোস্ট করে এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লিখেছেন, ”বিজেপির পিকনিক 2.গাড়ি, বাসে যথাযথ আয়োজন বলে খবর। তবে শক্তিগড়ের ল্যাংচা না হলে চলে? উল্লেখ্য, ওঁরা রামপুরহাটের দুঃখজনক ঘটনাস্থল দেখতে যাচ্ছেন।”
বিজেপি-র একাংশের বক্তব্য, এসব বলে ‘গণহত্যা’-র বিষয়টি থেকে নজর ঘোরাতে চাইছে তৃণমূল। দলের এক নেতার কথায়, ‘‘দীর্ঘ সফরে তৃণমূলের কোনও নেতানেত্রী কি বিভিন্ন প্রয়োজনে গাড়ি দাঁড় করান না? কোনওদিন করাননি? তার মানেই কি তাঁরা বিষয়টি লঘু করে দেখেছিলেন?’’