রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বছরের শুরুতেই বিধিনিষেধ জারি করেছিল নবান্ন। সেই বিধিনিষেধের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করল রাজ্য সরকার। তবে বেশকিছু ছাড় দেওয়া হয়েছে। শনিবার নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য কার্যকর বিধিনিষেদের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হল। তবে মেলা এবং বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে নিয়মবিধি শিথিল করা হয়েছে।
আরও পড়ুন: উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, উলটে গেল বিকানের এক্সপ্রেস, বহু মৃত্যুর আশঙ্কা
নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
- বিয়েবাড়ি সংক্রান্ত অনুষ্ঠানে একই সময় সর্বোচ্চ ২০০ জন কিংবা অনুষ্ঠান হলের মোট আসন সংখ্যার অর্ধেক, এর মধ্যে যেটা কম, সেই সংখ্যক মানুষ একই সময় উপস্থিত থাকতে পারবেন।
- খোলা আকাশের তলে মেলা করা যাবে। কিন্তু সে ক্ষেত্রে কঠোর ভাবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে।
- তবে রেল, নাইট কার্ফু, মেট্রো রেল ইত্যাদি ক্ষেত্রে আগের বিধিই বহাল থাকছে। অর্থাৎ শেষ লোকাল ট্রেন হাওড়া, শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১০টায়।
- নাইট কার্ফুও বজায় থাকবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে এই দফাতেও কোনও সিদ্ধান্ত নেয়নি নবান্ন। অর্থাৎ শিক্ষাঙ্গন বন্ধই থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
মেলা অনুষ্ঠিত করার বিধি শিথিল করায় অনেকে মনে করছেন বইমেলা হওয়ার ক্ষেত্রে খুব একটা বাধা রইল না।
আরও পড়ুন: Municipal Election 2022: তিন সপ্তাহ পিছিয়ে গেল রাজ্যের চার পুরনিগমের ভোট! নয়া দিন ঘোষণা কমিশনের