সামনেই পঞ্চায়েত ভোট। এখন থেকেই জেলা স্তরের সংগঠন চাঙ্গা করতে কেন্দ্রীয় মন্ত্রীদের আনাগোনা শুরু হয়েছে এরাজ্যে। রবিবার পূর্ব মেদিনীপুরে ( Medinipur ) সফরে এসেছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের মন্ত্রীর স্মৃতি ইরানি ( Smriti Irani ) । সেখানেই পদ্মপুখুরিয়া গ্রামের এক কুমোরের বাড়িতে মধ্যাহ্নভোজ ( Lunch ) সারলেন মোদীর ক্যাবিনেট মন্ত্রী।
রবিবার দুপুরে স্মৃতি ইরানি (Smriti Irani) মধ্যাহ্নভোজ সারলেন পদ্মপুখুরিয়া গ্রামের তপশিলি পরিবারে। খাওয়াদাওয়ার পাশাপাশি কথা বললেন এলাকার বাসিন্দাদের সঙ্গেও। এদিন কেন্দ্রীয়মন্ত্রীর মেনুতে ছিল, ভেন্ডি পোস্ত, ডাল, বড়ি ভাজা, চিংড়ি মাছ, কাতলা মাছ, পাবদা ও ভেটকি। খাওয়াদাওয়ার পর কিছুক্ষণ সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। আমজনতা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধা পেয়েছেন কি না, কোনও সমস্যা রয়েছে কি না, প্রকল্পগুলি কতটা উপকারে লাগছে, তা জানার চেষ্টাও করেন কেন্দ্রীয় মন্ত্রী।
আরও পড়ুন: Sutapa Murder Case : অনলাইনে বন্দুক কেনে সেই সুশান্ত, এবার ডাক ফ্লিপকার্ট কর্তাকে
মন্ত্রীকেও তাঁদের অভাব অভিযোগের কথা জানান বাসিন্দারা। এরপর তিনি কাঁথি ৩ নম্বর ব্লকের নাচিন্দা মন্দিরে পুজো দেন।
শনিবারই পূর্ব মেদিনীপুরে পৌঁছে ছিলেন স্মৃতি ইরানি। এরপর তিনি একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন। বিজেপির সংগঠনিক নেতা-প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
বিজেপির কাঁথি সংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, ‘‘কেন্দ্রীয় স্তরে আমাদের একটা কর্মসূচি চলছে। যেসব এলাকায় বিজেপি কখনও জেতেনি, সেসব জায়গায় কেন্দ্রীয় মন্ত্রীরা গিয়ে থাকবেন৷ সেই পরিকল্পনার অঙ্গ হিসেবেই স্মৃতি ইরানি পূর্ব মেদিনীপুরে এসেছেন৷’’