SSC Recruitment Case: ED is searching for treasure by digging the ground of alleged house Arpita Chattarjee

SSC Scam: শান্তিনিকেতনের ‘অপা’য় ইডির খোঁড়াখুঁড়ি! মিলবে গুপ্তধন?

এসএসসসি নিয়োগ দুর্নীতি মামলায় অর্থ লেনদেন সংক্রান্ত তদন্তে এ বার কলকাতা ছাড়িয়ে জেলায় জেলায় হানা ইডির। বুধবার সকালে বীরভূমের শান্তিনিকেতনে পৌঁছন ইডি আধিকারিকরা। যাওয়া হয় ‘অপা’য়।

আজ সকালেই কলকাতা থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দেয় ইডি’‌র দল৷ ইতিমধ্যেই বাড়ির ভিতরে প্রবেশ করেছেন তদন্তকারীরা৷ সিজিও কমপ্লেক্স থেকে সকালে রওনা দিয়ে পৌঁছয় ৬ গাড়ির কনভয়। তদন্তে উঠে আসে শান্তিনিকেতনের ‘অপা’ বাড়িটির মালিক শুধুই অর্পিতা মুখোপাধ্যায়।এখানে এসেই গোটা বাড়িটি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এই বাড়িটি দেখাশোনার দায়িত্বে থাকা মহিলা কর্মী গেট খুলে দিতেই বাড়ির ভিতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা।

আরও পড়ুন: Partha Chatterjee: মমতার সিদ্ধান্ত ঠিক, কিন্তু দলের সিদ্ধান্ত নিয়ে কৌশলী জবাব পার্থর

২০১২ সালে এই বাড়িটি অর্পিতার নামে কেনা হয় বলে ইডি সূত্রে খবর। তবে বাড়িটির দলিলে পার্থ চট্টোপাধ্যায়ের সই মিলেছে। বাড়ির দলিল দেখে বোলপুরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের সূত্রে একই খবর মিলেছে। পার্থ–অর্পিতাকে জেরা করে শ্যামবাটির এই বাড়ির খোঁজ পান ইডি আধিকারিকরা। অনেকের দাবি, অর্পিতা–পার্থের নামের আদ্যক্ষর জুড়ে এই বাড়ির নামকরণ। স্থানীয়েরা জানান, অর্পিতাকে প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতে দেখা যেত। তবে পার্থকে কেউ কখনও দেখেননি।

জানা গিয়েছে, ইতিমধ্যেই ‘অপা’র বাগানের মাটি খোঁড়া শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এখানেও কি টালিগঞ্জ এবং বেলঘরিয়ার মতো ‘গুপ্তধন’ মিলবে? চড়চড় করে বাড়ছে উত্তেজনা। সূত্রের খবর, বাগানের মাটির দু’রকম রং দেখে সন্দেহ হয় ইডি আধিকারিকদের। এর পর কেন্দ্রীয় বাহিনী দিয়ে শুরু হয় খোঁড়াখুঁড়ি।

আরও পড়ুন: Minister Oath: মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটে সম্ভাব্য নতুন ৮ কারা? আজই রাজ্য মন্ত্রিসভায় রদবদল