বেআইনি নিয়োগের জেরে গত শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করেছে কলকাতা হাইকোর্ট। সঙ্গে চার বছরের চাকরিজীবনে তাঁর তোলা সব বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সোমবার সেই নির্দেশ পৌঁছল মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে। আদালতের নির্দেশ যে তাঁর হাতে পৌঁছেছে তা স্বীকার করেছেন রঞ্জনা রায় বসুনিয়া।
বেনিয়মে চাকরিতে ঢুকে কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে ৪১ মাস শিক্ষকতা করেন অঙ্কিতা। সাড়ে তিন বছরের এই সময়কালে পাওয়া তাঁর বেতন এবার তাঁকে আদালতকে ফেরাতে হবে দুই কিস্তিতে। মোট কত টাকা জমা দিতে হবে অঙ্কিতাকে? জানা গিয়েছে, বিগত সাড়ে তিন বছরে বেতন বাবদ অঙ্কিতার অ্যাকাউন্টে ঢুকেছিল ১৬ লক্ষ টাকা।
আরও পড়ুন: রাজনীতি নিয়ে বহু দিন বাদে টুইট ‘নিখোঁজ’ তৃণমূল সাংসদ নুসরতের
অর্থাৎ, গড়ে মাসে প্রায় ৩৯ হাজার টাকা বেতন পেতেন অঙ্কিতা। অঙ্কিতা যখন চাকরিতে ঢুকেছিলেন, তখন তাঁর মাসিক বেতন ছিল ৩৮ হাজার ৬০০। গত এপ্রিলে তাঁর বেতন ছিল ৪৭ হাজার ৫৬ টাকা। এই পুরো টাকাই দুই কিস্তিতে ফেরাতে হবে অঙ্কিতাকে।
২০১৮ সালের ২৪ নভেম্বর শিক্ষিকা হিসেবে কাজে যোগ দিয়েছিলেন অঙ্কিতা।এবছর এপ্রিল পর্যন্ত ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। এই সময়কালে পাওয়া পুরো বেতন দুই দফায় কলকাতা উচ্চ আদালতের রেজিস্ট্রারকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথম কিস্তি দিতে হবে আগামী ৭ জুন এবং দ্বিতীয় কিস্তি দিতে হবে আগামী ৭ জুলাই।
আরও পড়ুন: GTA: জিটিএ নির্বাচন ২৬ জুন, গণনা ২৯ জুন, শুক্রবার থেকেই শুরু মনোনয়ন