Sujata Mondal: Soumitra Khan's ex wife Sujata Mondal is getting into a new relationship, growing Speculation

Sujata Mondal: সুজাতার দুয়ারে কড়া নাড়ছে প্রেম! পাত্র প্রসঙ্গে তৃণমূলের নেত্রী যা বললেন…

দলবদলের পরই জীবনের পথও আলাদা হয়ে গিয়েছে সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডলের। আপাতত আইনি বিবাহবিচ্ছেদের পথে দু’জনে। তবে তারই মাঝে সুজাতার নতুন সম্পর্ক নিয়ে জোর জল্পনা। সেই গুঞ্জন একেবারে উড়িয়ে দিলেন না খোদ সুজাতাও। পরিবর্তে শনিবারও বাঁকুড়া জেলা আদালতের সামনে দাঁড়িয়ে যেন জল্পনা জিইয়ে রাখলেন তিনি।

শনিবার বাঁকুড়া জেলা আদালতে বিবাহবিচ্ছেদের শংসাপত্র নিতে গিয়েছিলেন সুজাতা। সেখানে তিনি বলেন, ‘‘বিষাক্ত একটি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পেরে এখন নিজেকে অনেকটাই মুক্ত মনে হচ্ছে। অনেক হালকা লাগছে। আমার জীবনের এখনও অর্ধেকের বেশি সময় বাকি রয়েছে। বিষাক্ত একটি সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার থেকে সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকা অনেক জরুরি।’’

২০১৬ সালের ১ জুলাই বাঁকুড়ার বিষ্ণুপুরের তৎকালীন তৃণমূল (Trinamool Congress) সাংসদ সৌমিত্র খাঁ কে বিয়ে করেন বড়জোড়ার বাসিন্দা সুজাতা মণ্ডল। প্রেম পায় পরিণতি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন সৌমিত্র। বিজেপি তাঁকে ওই লোকসভা কেন্দ্রেই প্রার্থী করে। কিন্তু, দ্বিতীয়বার সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পরই দুজনের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। ২০২০ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন দুজনে। দুজনের সম্পর্ক ছেদের আবেদন গড়ায় আদালতে। তারপর দুজনের সম্পর্কের রসায়ন নিয়ে জোর চর্চা শুরু হয় রাজ্যজুড়ে। স্ত্রীকে হারিয়ে কেঁদেও ফেলেছিলেন সৌমিত্র। অশ্রু ভেজা নয়নে সাংবাদিক বৈঠকে বলেছিলেন “তৃণমূল এত বড় চোর! বালি চুরি করত, কয়লা চুরি করত, গরু চুরি করত, শেষে আমার বউকেও চুরি করল”।

আরও পড়ুন: PM Awas Yojona: মুখ পুড়ল বিজেপির, আবাস যোজনায় রাজ্যের পিঠ চাপড়ে দিল মোদী সরকার

হাসির রোল শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। তারপর দুজনের জীবনে চলেছে নানা ওঠাপড়া। রাজনৈতিক জীবনে এসেছে নানা বদল। সম্প্রতি, আদালত দুজনের বিবাহ বিচ্ছেদে সায় দেয়। এরপর থেকেই সুজাতাকে নিয়ে নতুন জল্পনা তৈরি হতে শুরু করে।

শনিবারও তিনি বলেন, ‘‘নতুন সম্পর্কে জড়াব কি না, তা সময় বলবে এবং সেটা ক্রমশ প্রকাশ্য। সময় মানুষকে অনেক কিছুই ভাবতে বাধ্য করে। জীবনে ভাল কিছু এলে অবশ্যই তা ভেবে দেখব। এবং খুব তাড়াতাড়ি তা হবে।’’ তবে সুজাতা জানান, জীবনের এই পর্বে তিনি অত্যন্ত সচেতন। তাঁর কথায়, ‘‘আবেগে গা ভাসালে চলবে না। শান্ত মাথায় এগোতে হবে। জীবন অনেক কঠিন শিক্ষা দিয়ে গিয়েছে। তেমনটা আবার ফিরে আসুক, আমি কখনওই তা চাই না। জীবনে নতুন কোনও মোড় এলে, আমি তা অন্যদের মতো লুকিয়ে রাখব না। কারণ সেই সম্পর্কের মধ্যে কোনও লাম্পট্য, নোংরামি বা বিষাক্ত ব্যাপার থাকবে না।’’

সুজাতার এই মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র। তিনি বলেন, ‘‘ওঁর ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না। উনি এখন তৃণমূলের কর্মী। সেই হিসাবে বলতে পারি, ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে।’’ নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রসঙ্গ টেনে সুজাতাকে কটাক্ষও করেছেন বিজেপি নেতা। বলেন, ‘‘নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কুন্তলের সঙ্গে ওঁর ছবি দেখা গিয়েছে। কুন্তলের সঙ্গে ওঁর সম্পর্ক কী ছিল, সেটা উনি আগে স্পষ্ট করুন।’’

আরও পড়ুন: Mamata Banerjee: ‘ব্যক্তিগত সফরে’ ওড়িশা যাচ্ছেন মমতা, নবীন পট্টনায়েকের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা