swapan majumdar bjp mla comment on trinamool congress leader anubrata mondal creates controversy

‘অনুব্রত মণ্ডলকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতে পারে’! বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের

“অনুব্রত মণ্ডলকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হতে পারে”-বনগাঁর চাঁদপাড়ায় প্রতিবাদ-কর্মসূচিতে এসে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বনগাঁ দক্ষিণের BJP বিধায়ক স্বপন মজুমদার। এদিকে অনুব্রত মণ্ডলকে চক্রান্ত করে মেরে ফেলার চেষ্টা করছে BJP, এই দাবি করে পালটা তোপ দেগেছেন তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি গোপাল শেঠ। এব্যাপারে আইনত পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিজেপি বিধায়ক বলেন, ‘বগটুই কাণ্ড  আমরা দেখেছি। ১০ জন মানুষকে অসহায় অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে। পেট্রল দিয়ে জ্বালিয়ে মারা হয়েছে। আর সেই ঘটনার মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডল এখন উডবার্ন ওয়ার্ডে শুয়ে আছে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে ওই উডবার্ন ওয়ার্ডে থেকে ফিরতে দেবে না। কারণ, যদি তাঁকে ফিরতে দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যত কুকর্ম আছে সব সিবিআই-এর কাছে উগরে দিতে হবে।’

আরও পড়ুন: Amit Shah: শেষ মুহূর্তে বাতিল শাহের বাংলা সফর! ফলাফলই কাঁটা বঙ্গ বিজেপির কাছে?

এখানেই শেষ নয়, তিনি অনুব্রত মণ্ডলকে আক্রমণ করে আরও বলেন যে, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়ে সিবিআই এর হাত থেকে পার পাওয়া যাবে না। যদিও বিজেপি বিধায়কের এই ধরনের আশঙ্কাকে পাত্তা ও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। এই মন্তব্য প্রসঙ্গে গাইঘাঁটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, এই ধরণের কথার যুক্তি নেই। পাশাপাশি তিনি এও জানান, ‘আইন আইনের পথেই চলবে। ভ্রান্ত রাজনীতি করতে চাইছে বিজেপি।’

অন্যদিকে, BJP বিধায়কের অনুব্রতকে বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার মন্তব্যের তীব্র নিন্দা করে আইনত পদক্ষেপ করার হুঁশিয়ারি দিলেন বনগাঁ তৃণমূলের জেলা সভাপতি গোপাল শেঠ। পালটা তিনি বলেন, “BJP বিধায়ক জানলেন কী করে অনুব্রত মণ্ডলকে বিষাক্ত ইনজেকশন দেওয়া হবে? তাহলে ওঁর দলের লোকেরা এই চক্রান্ত করছে। CBI-এর উচিত, ওঁকে জিজ্ঞাসাবাদ করা। বিধায়কের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব।” বনগাঁ দক্ষিণের বিধায়ককে ‘জাল সার্টিফিকেটের আধিকারিক’ বলেও কটাক্ষ করেছেন জেলা তৃণমূল সভাপতি।

আরও পড়ুন: TMC: আবার আসতে চলেছে ‘দিদিকে বলো’, উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী