Tax Devolution: Centre releases Rs 72961.21 crore as additional installment of Tax Devolution to States

Tax Devolution: সব রাজ্যকে করের টাকার অতিরিক্ত কিস্তি দিল কেন্দ্র, বাংলার ভান্ডারে কত?

নতুন বছরের আগেই পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্যকে করের অতিরিক্ত কিস্তি ৭২ হাজার ৯৬১ কোটি ২১ লাখ টাকা দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। নির্মলা সীতারমনের মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি অতিরিক্ত কিস্তি। এর আগে ১১ ডিসেম্বর রাজ্যগুলিকে টাকা দিয়েছিল কেন্দ্র। ফের ১০ জানুয়ারি দেবে। যদিও এটিকে রুটিন বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

উল্লেখ্য, এর মধ্যে জিএসটির কাঠামো অনুযায়ী রাজ্যের যে পাওনা, সেই টাকা নেই। আয়কর-সহ অন্যান্য খাতে রাজ্যগুলি থেকে কেন্দ্র যা সংগ্রহ করে, তার একটি অংশ রাজ্যগুলিকে দেওয়া হয়। প্রতি মাসের ১০ তারিখের আশপাশে এই টাকা দেয় কেন্দ্র। তবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বলা হয়েছে, নতুন বছর শুরু হওয়ার আগে এই টাকা অতিরিক্ত কিস্তি বাবদ দেওয়া হল।

কর কাঠামোর টাকার কত অংশ রাজ্য পাবে, তা ঠিক করার অনেকগুলি মানদণ্ড রয়েছে।সেই অনুযায়ী উত্তরপ্রদেশ পেয়েছে ১৩ হাজার ৮৮ কোটি ৫৮ লাখ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে বিহার ৭ হাজার ৩৩৮ কোটি টাকা পেয়েছে। তৃতীয় মধ্যপ্রদেশ পেয়েছে ৫ হাজার ৭২৭ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য এই অতিরিক্ত কিস্তিতে পেয়েছে ৫ হাজার ৪৮৮ কোটি ৮৮ লাখ টাকা।

প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে বাংলার শাসকদল যে যে বিষয়ে বঞ্চনার অভিযোগ তুলছে, তার মধ্যে যেমন ১০০ দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনা রয়েছে, তেমনই রয়েছে জিএসটি বাবদ বকেয়া। তবে এই অর্থের সঙ্গে জিএসটি কাঠামোর কোনও সম্পর্ক নেই।